আলুথালু বেশে মনামীর জাদু, এক ঝলকে মাথায় হাত আট থেকে আশির

Published : Jan 13, 2021, 11:58 PM ISTUpdated : Jan 14, 2021, 06:40 AM IST
আলুথালু বেশে মনামীর জাদু, এক ঝলকে মাথায় হাত আট থেকে আশির

সংক্ষিপ্ত

রঙবেরঙের দুনিয়ায় মনামী ঘোষ  মিনি ড্রেসে তাক লাগালেন অভিনেত্রী বলিউডের গ্ল্যামারকে হার মানালেন বঙ্গতনয়া মেসি লুকেই টেক্কা দিলেন সকল গ্ল্যামারক্যুইনদের

২০২০-র শেষের দিনগুলি যেন কাটতেই চাইছিল না। করোনা আবহে বিশ্বাসী নাজেহাল। ইতিমধ্যেই তিলোত্তমায় প্রবেশ করেছেন কোভিডের নতুন স্ট্রেন। যার ভয় অবশ্য কোনও মানুষেরই নেই। কারণ প্রত্যেকেই এখন ২০২১-কে স্বাগত জানাতে ব্যস্ত। নতুন বছরে নতুন আশার আলো নিয়ে এগিয়ে চলেছে সকলে। তেমনই নতুন বছর মুম্বইতে শুরু করেছিলেন মনামী। 

সেখানে গিয়ে তিনি নিজের গ্ল্যামার, সৌন্দর্যে হার মানিয়েছেন বলিউডের নায়িকাদের। নীল রঙের শর্ট বডিকন সঙ্গে গোলাপী রঙের ওভার জ্যাকেট। রঙ বেরঙের পোশাকে নো মেকআপ লুক। মুম্বইতে বসে মুম্বইয়ের গ্ল্যামারকে হার মানানোর ক্ষমতা রাখেন তিনি। কখনও মাথায় হুড চাপিয়ে, আবার কখনও চুল উড়িয়ে ক্যামেরায় পোজ অভিনেত্রী। যা রাতের ঘুম কেড়েছিলেন সাইবারবাসীর। এবারও একই পথে মনামী। 

আরও পড়ুনঃবিয়ের আর মাত্র কয়েকদিন, Love Story-র রহস্য ফাঁস করলেন তৃণা

 

আলুথালু বেশে ধরা দিলেন অভিনেত্রী। এর আগেও এই পোশাকে তিনি ছবি পস্ট করেছেন ঠিকই তবে প্রতিটি ছবিতেই যেন তাঁর নতুনত্য ধরা পড়ে। হলুদ রঙের মাইক্রোমিনি, ক্রপ টপ, মেসি হেয়ারস্টাইল। তাতেই ছক্কা হাঁকাচ্ছেন মনামী। একের পর এক ছবি পোস্ট করে গিয়েছেন তিনি। নিজেই নিজেকে ডিসট্র্যাকশন বলেছেন। এমন সৌন্দর্য যে মানুষের ধ্যান ভঙ্গ করবে সেটাই স্বাভাবিক।  

 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার