আলুথালু বেশে মনামীর জাদু, এক ঝলকে মাথায় হাত আট থেকে আশির

  • রঙবেরঙের দুনিয়ায় মনামী ঘোষ 
  • মিনি ড্রেসে তাক লাগালেন অভিনেত্রী
  • বলিউডের গ্ল্যামারকে হার মানালেন বঙ্গতনয়া
  • মেসি লুকেই টেক্কা দিলেন সকল গ্ল্যামারক্যুইনদের

২০২০-র শেষের দিনগুলি যেন কাটতেই চাইছিল না। করোনা আবহে বিশ্বাসী নাজেহাল। ইতিমধ্যেই তিলোত্তমায় প্রবেশ করেছেন কোভিডের নতুন স্ট্রেন। যার ভয় অবশ্য কোনও মানুষেরই নেই। কারণ প্রত্যেকেই এখন ২০২১-কে স্বাগত জানাতে ব্যস্ত। নতুন বছরে নতুন আশার আলো নিয়ে এগিয়ে চলেছে সকলে। তেমনই নতুন বছর মুম্বইতে শুরু করেছিলেন মনামী। 

সেখানে গিয়ে তিনি নিজের গ্ল্যামার, সৌন্দর্যে হার মানিয়েছেন বলিউডের নায়িকাদের। নীল রঙের শর্ট বডিকন সঙ্গে গোলাপী রঙের ওভার জ্যাকেট। রঙ বেরঙের পোশাকে নো মেকআপ লুক। মুম্বইতে বসে মুম্বইয়ের গ্ল্যামারকে হার মানানোর ক্ষমতা রাখেন তিনি। কখনও মাথায় হুড চাপিয়ে, আবার কখনও চুল উড়িয়ে ক্যামেরায় পোজ অভিনেত্রী। যা রাতের ঘুম কেড়েছিলেন সাইবারবাসীর। এবারও একই পথে মনামী। 

Latest Videos

আরও পড়ুনঃবিয়ের আর মাত্র কয়েকদিন, Love Story-র রহস্য ফাঁস করলেন তৃণা

 

আলুথালু বেশে ধরা দিলেন অভিনেত্রী। এর আগেও এই পোশাকে তিনি ছবি পস্ট করেছেন ঠিকই তবে প্রতিটি ছবিতেই যেন তাঁর নতুনত্য ধরা পড়ে। হলুদ রঙের মাইক্রোমিনি, ক্রপ টপ, মেসি হেয়ারস্টাইল। তাতেই ছক্কা হাঁকাচ্ছেন মনামী। একের পর এক ছবি পোস্ট করে গিয়েছেন তিনি। নিজেই নিজেকে ডিসট্র্যাকশন বলেছেন। এমন সৌন্দর্য যে মানুষের ধ্যান ভঙ্গ করবে সেটাই স্বাভাবিক।  

 

 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News