মনামীকে সময় দিচ্ছেন না তাঁর 'প্রেমিক', অভিমান করে পোস্ট করলেন ভিডিও

Published : Nov 08, 2020, 11:40 PM ISTUpdated : Nov 09, 2020, 05:51 AM IST
মনামীকে সময় দিচ্ছেন না তাঁর 'প্রেমিক', অভিমান করে পোস্ট করলেন ভিডিও

সংক্ষিপ্ত

'প্রেমিক' সময় দেয় না মনামীকে নিজেই অভিমান করে জানিয়ে বসলেন  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিডিও কে সেই পুরুষ, যিনি সময় দিচ্ছেন না অভিনেত্রীকে

ভারি অভিমান হয়েছে মনামী ঘোষের। প্রেমিক এক ফোঁটাও সময় দিচ্ছে না। তাঁকে নিয়ে ভাবছে না। এমন প্রেমিক কোন মেয়েরই বা পছন্দ হবে। স্বাভাবিকভাবে মনামীও বেশ রেগে। ভিডিওতে সেই রাগই প্রকাশ করলেন অভিনেত্রী। কেয়ার নি কারদা, গানে ইনস্টাগ্রাম রিল বানিয়ে পোস্ট করেছেন মনামী। প্রেমিক অবশ্য আদপে নেই। কাল্পনিক প্রেমিককে নিয়ে এই ভিডিও বানিয়েছেন মনামী। মনামীর অভিনয় ক্ষমতার পাশাপাশি তাঁর রূপেও মুগ্ধ ভক্তরা।
 
বয়স প্রায় চল্লিশের দোরগোড়ায়, তবুও হটনেস যেন ক্রমশ বেড়েই চলেছে মনামীর। সম্প্রতি নিজের এক থ্রোব্যাক ছবি পোস্ট করে চোখ ঘোড়ালেন ভক্তদের। কমলা রঙের স্যোয়েটার, চোখে কমলা চশমাও। দু'হাত দিয়ে চুল উপরে ধরে পোস্ট করেন ছবি। যেখানে সকলের নজর গিয়েছে তাঁর সেক্সি কোমরে। যার কারণে ফের ভাইরালের খাতায় নাম লেখালেন মনামী। প্রসঙ্গত, পুজোর সময় তাঁর পোস্টে প্রশংসায় ভরেছিল ভক্তরা। 

আরও পড়ুনঃপাহাড়ে গিয়ে জীবনের সবচেয়ে বড় উপহার পেলেন মধুমিতা, ভয় কাটিয়ে এখন তিনি অন্য মানুষ

 

দুর্গা রূপে ধরা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশন দিয়েছিলেন, "পৃথিবী কে ভালবাসতে চাও ভারি। তবে আগে নিজেকে ভালবাস নারী।" নারীকে ভালবাসার বার্তা নিয়ে এই ভিডিও পোস্ট করেছেন মনামী। সম্প্রতি প্রেমেও পড়েন মনামী। তবে নিজের প্রেমেই পড়েছেন তিনি। লাল কুর্তিতে সেজে উঠে আফ্রিন গানের সঙ্গে তাল মিলিয়ে করেছিলেন একটি ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ এক মহিলার প্রশংসা নিয়ে। যেই স্রোতে গা ভাসান মনামীও।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার