স্বর্গের এক টুকরো এখন মনামির হাতে, মেলে ধরলেন নিজের স্বপ্নের পৃথিবী

  • শহর থেকে বহু দূরে মনামি
  • ঠান্ডার আবহাওয়ায় নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী
  • এই পরিবেশ তাঁর কাছে স্বর্গের মত 
  • নিজের স্বপ্নের পৃথিবী ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে 

করোনার প্রকোপেই উঠে গিয়েছে লকডাউন। সপ্তাহে দুদিন করে লকডাউন ছাড়া বাকিদিন রাস্তা ঘাট একেবারে স্বাভাবিক। তবে এই পরিস্থিতিতেও ঘুরতে যাওয়ার কোনও সুযোগই নেই। যার কারণে থ্রোব্যাক ভিডিও পোস্ট করেছেন মনামি। যেখানে তাঁকে এক পাহাড়ি এলাকার হোটেলরুমে দেখা যাচ্ছে। সেই পরিবেশকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে উঁকি দিলেই ছোট খাটো ডিজিটাল ট্রিপ হয়েই যাবে। বিনোদনের নেই কোনও অভাব। ধক ধক গার্ল মাধুরী দিক্ষীতকে ট্রিবিউট জানিয়ে পোস্ট করেন নাচের ভিডিও। 'লজ্জা' ছবির বড়ি মুশকিল গানে নাচলেন মনামি। 

আরও পড়ুনঃ'পাণ্ডব গোয়েন্দা'র টিম ভাই-বোনের মত, রোম্যান্স দেখানোর জায়গা নেই, মুখ খুললেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্য

Latest Videos

বাড়িতে ওরনা দিয়ে সুন্দর সেট বানিয়ে সেজে উঠেছিলেন একেবারে মাধুরীর সাজেই। নেচে টেক্কা দেন বলিউডের তাবড় ডান্সিং ক্যুইনদের। এর আগে দীপিকা পাডুকোনের ছবি পদ্মাবত-এর গান নেনোওয়ালে নে-তে কোমর দুলিয়েছিলেন নায়িকা। পরণে লাল রঙের ঘাঘড়া। নথ ছাড়া নেই কোনও গয়না। রূপ যেন ঠিকরে পড়ে মানমির। অন্যদিকে নাচের ভিডিওটির অভিনবত্ব হল, গ্রামের মধ্যে শ্যুট করা। আশপাশে কেবল বন জঙ্গল আর পুকুর। সেখানেই নিজের নাচের প্রতিভায় মেতে উঠলেন মনামি। 

আরও পড়ুনঃআলিয়া-জাহ্নবীর পর এবার ঈশান-অনন্যা, চব্বিশ ঘন্টায় ডিজলাইকের রেকর্ড গড়ল 'খালি পিলি'

আরও পড়ুনঃ'কৃষ্ণকলি'র রাধারানির এ কোন রূপ, বৃষ্টিভেজা দিনে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী

মনামিকে যত দেখছে নেটিজেন ততই অবাক হচ্ছে। সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন মানমি। তাতে ভক্তদের মন্তব্য, "আপনাকে যত দেখি তত অবাক হই। গ্রামের রাস্তায় আপনার নাচ থেকে মুগ্ধ।" দিন কতক আগেই মনামির  স্লো মোশনের ভিডিওতে মন ভরে সকলের। নীল শাড়ি পরে খোলা চুলে উত্তর কলকাতার মতই এক রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন মনামি। ক্যাপশনে লিখেছেন, "নীল বৃষ্টি।" তাতেই প্রশংসায় ভরছে কমেন্ট সেকশন। প্রসঙ্গত, মনামির ইনস্টাগ্রাম লকডাউনে যেন টোটাল বিনোদনের প্যাকেজ। 

আরও পড়ুনঃমোনোকিনিতে মোনা, নিমেষে উষ্ণতার পারদ চড়ালেন সোশ্যাল মিডিয়ায়

 

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari