বিদেশের মাটিতে অন্য মেজাজে মনামি, শেয়ার করলেন কিছু খুশির মুহূর্তও

Published : Oct 15, 2019, 03:19 PM ISTUpdated : Oct 15, 2019, 03:27 PM IST
বিদেশের মাটিতে অন্য মেজাজে মনামি, শেয়ার করলেন কিছু খুশির মুহূর্তও

সংক্ষিপ্ত

এই সময় অনেকেই কাজের থেকে একটু অবসর নিয়ে ছুটি কাটিয়ে আসেন টলি-পাড়ার বহু সেলেব এই মরশুমে ছুটি কাটাতে গিয়েছেন বিদেশে  সেই তালিকায় আছেন মনামি ঘোষ সম্প্রতি ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন মনামি

পুজোর ছুটির রেশ এখনও কাটেনি। এই সময় অনেকেই কাজের থেকে একটু অবসর নিয়ে ছুটি কাটিয়ে আসেন। টলি-পাড়ার বহু সেলেব এই মরশুমে ছুটি কাটাতে গিয়েছেন বিদেশে। সেই তালিকায় আছেন মনামি ঘোষও। টলিপাড়ার অতি জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিজের পছন্দের অনেক মুহূর্ত মনামি মাঝে মাঝেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক সেই রকম ভাবেই বিদেশে ঘুরতে গিয়েও সেখানকার একের পর এক ছবি শেয়ার করলেন তিনি।

 

সম্প্রতি ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন মনামি।  সেখানকার বেশ কিছু ছবি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পেজ-এ। তার মধ্যে রয়েছে শ্যুইমিংপুলে সময় কাটানোর কিছু ছবি। সেই ছবিতে মনামিকে দেখা যাচ্ছে পুলের মধ্যেই প্রাতঃরাশের সরঞ্জাম সহ ফটোশ্যুটে ব্যস্ত তিনি। দেখে নিন সেই ছবিগুলি।


মনামি অভিনীত নানা ছবিগুলির মধ্যে 'ষড়রিপু', 'কালোচিতা', 'বনভূমি', 'বক্স নং ১৩১৩' অন্যতম৷ এছাড়া তার অভিনীত টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে 'শ্যাওলা', 'সাতকাহন', 'এক আকাশের নীচে', 'কস্তুরী', 'ইরাবতীর চুপকথা' অতি জনপ্রিয়। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা