লাল-সাদা শাড়িতে 'গর্জিয়াস' মনামী, বঙ্গনারীর চোখের চাহনিতে প্রেমে পড়তে বাধ্য হবেন আপনিও

 সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন মনামী।  ভিডিও পোস্ট করে কিলার লুকে ভক্তদের ঘায়েল করেছেন মনামী ঘোষ। লাল ও সাদা রঙের শাড়ি পরে বঙ্গনারীর বেশে ঝড় তুলেছেন মনামী ঘোষ। যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসে বইয়ের পাতায় চোখ বোলাচ্ছেন নায়িকা, মাটিতে বিছানো সাদা ও লাল ফুল।  ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে 'তুমি রবে নিরবে হৃদয়ে মম'। অভিনেত্রীর চোখের ইশারায় প্রেমে পড়তে বাধ্য হবেন আপনিও।

সর্বদাই হটকে কিছু করেই চলেছেন টলিপাড়ার সেক্সিয়েস্ট নায়িকা। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ভিডিও দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা।ভক্তদের ধরে রাখতে নিয়মিত কিছু না কিছু করেই থাকেন মনামী। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ টলি নায়িকা  । অভিনেত্রীর অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী। 

 সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন মনামী।  ভিডিও পোস্ট করে কিলার লুকে ভক্তদের ঘায়েল করেছেন মনামী ঘোষ। লাল ও সাদা রঙের শাড়ি পরে বঙ্গনারীর বেশে ঝড় তুলেছেন মনামী ঘোষ। যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসে বইয়ের পাতায় চোখ বোলাচ্ছেন নায়িকা, মাটিতে বিছানো সাদা ও লাল ফুল।  ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে 'তুমি রবে নিরবে হৃদয়ে মম'। অভিনেত্রীর চোখের ইশারায় প্রেমে পড়তে বাধ্য হবেন আপনিও। লাইক ও কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনেত্রীর সেক্সি আদায় পাগল হয়েছেন সমস্ত অনুরাগীরা। লাইক ও কমেন্টের সংখ্যাও হু হু করে বাড়ছে।  অভিনেত্রীর সেক্সি আদায় ঘুম উড়েছে সাইবারবাসীর। বঙ্গনারীর বেশে উত্তাপ বাড়িয়েছেন টলিপাড়ার বার্বি গার্ল।

Latest Videos

 

 

ফ্যাশন স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী মনামী ঘোষ। মনামী ঘোষকে  নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। কখনও কোমরের কার্ভস তো কখন উন্মুক্ত বক্ষ-বিভাজিকা মনামী ম্যাজিকে সরগরম পেজ থ্রি-র পাতা। মারকাটারি চাবুক  ফিগারে ফ্যাশন বোদ্ধাদের নজরে থাকেন অভিনেত্রী। এত প্রাণবন্ত, প্রাণখোলা মনের মানুষ যার হাসিতেই নতুন করে প্রেমে পড়বেন আপনিও। সোশ্যাল  মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে ফ্যাশন গোল দিয়েই চলেছেন মনামী ঘোষ। সেক্সি ফিগারের সঙ্গে যে কোনওভাবেই আপোস নয়, তা বেশ ভাল টের পাওয়া যাচ্ছে মনামীকে দেখে। টোনড- ফিগারে চোখের চাহনিতে ভক্তদের পাগল করে দিয়েছেন মনামী। টলিপাড়ার প্রথমসারির ফ্যাশনিস্তা অভিনেত্রীদের মধ্যে মনামী ঘোষ রয়েছে সবার প্রথমে। বরাবরই হটকে স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কাড়েন অভিনেত্রী। বরং এমন এমন স্টাইল স্টেটমেন্ট তিনি ক্যারি করেন যা দেখে থ হয়ে যান ফ্যাশন বোদ্ধারাও। এবার  চোখের চাহনিতে শিহরণ জাগালেন মনামী ঘোষ। অভিনেত্রীর কিলার লুকে পাগল হয়েছেন ভক্তরা। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে  প্রমাণ দিচ্ছেন মনামী। শরীরী নেশায় ভক্তদের পাগল করতে সর্বদাই কিছু না কিছু করেই চলেছেন মনামী ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি -ভিডিও শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তুলছেন মনামী। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার মনামীর।
 

আরও পড়ুন-'ব্রা' ছাড়াই ব্যাকলেস রাফেল ড্রেসে তাক লাগালেন উরফি, 'কিউট' বলল নেটিজেনরা

আরও পড়ুন-'বড়সড় ষড়যন্ত্রের শিকার জ্যাকলিন', ২১৫ কোটির প্রতারণা মামলায় মুখ খুললেন আইনজীবী

আরও পড়ুন-সহবাসে মজে সিদ্ধার্থ-কিয়ারা, বিয়েতে আমন্ত্রণ না পেলে কষিয়ে থাপ্পড় মারার হুমকি দিলেন করণ, কিন্তু কেন?

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল