নীলকুঠির দরজায় মিথিলা, যৌনপল্লীতে সৃজিত ঘরনিকে দেখে শোরগোল টলিপাড়ায়

সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে সরগরম ওপারবাংলা। বরাবরই শিরোনামে থাকেন মিথিলা। দুই বাংলাতেই সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতে যে সিদ্ধহস্ত মিথিলা তাও প্রমাণ মিলেছে বারেবারে। সৃজিতের সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্স হোক কিংবা ফোটোশ্যুট সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। অভিনেত্রী ছাড়াও সমাজকর্মী হিসেবেই পরিচিত মিথিলা। এবার নীলকুঠির দরজায় হাজির মিথিলা। ওপার বাংলার সুন্দরীকে যৌনপল্লীতে দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। সৃজিত পত্নীর রূপের আগুনে পুড়ে ছাই নেটিজেনরা। 
 

সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে সরগরম ওপারবাংলা। বরাবরই শিরোনামে থাকেন মিথিলা। দুই বাংলাতেই সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতে যে সিদ্ধহস্ত মিথিলা তাও প্রমাণ মিলেছে বারেবারে। সৃজিতের সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্স হোক কিংবা ফোটোশ্যুট সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। অভিনেত্রী ছাড়াও সমাজকর্মী হিসেবেই পরিচিত মিথিলা। এবার নীলকুঠির দরজায় হাজির মিথিলা। ওপার বাংলার সুন্দরীকে যৌনপল্লীতে দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। সৃজিত পত্নীর রূপের আগুনে পুড়ে ছাই নেটিজেনরা। 

হইচইয়ের  জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলট ২-তে এবার বহ্নি হয়ে ধরা দিলেন মিথিলা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দুই বাংলাতে মিথিলাকে নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছিল। এপার বাংলাতেও যে নিজের জমি একচুল ছাড়তে নারাজ সৃজিত পত্নী, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন। সম্প্রতি মন্টু পাইলট ২-সিরিজের মিথিলার প্রথম লুক প্রকাশ্যে এল। যা দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে পতিতার চরিত্রে দেখা যাবে মিথিলাকে। অভিনেত্রীকে দেখেই রাতের ঘুম উড়ছে ভক্তদের।

Latest Videos

 

 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বহ্নি-র প্রথম লুক শেয়ার করেছেন রাফিয়াদ রশিদ মিথিলা। একেবারে চেনা ছক ভেঙে নয়া অবতারে ঝড় তুলেছেন মিথিলা। সিরিজে মিথিলার সঙ্গে অভিনয় করছেন মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস। তবে মন্টু পাইলটের প্রথম সিরিজে দেখা গিয়েছিল শোলাঙ্কিকে। তবে এবার ব্যক্তিগত কারণের জন্যই সড়ে দাঁড়ান  তিনি। অন্যদিকে মিথিলা যে শোলাঙ্কিকে রিপ্লেস করবেন না, বরং তাকে যে নয়া চরিত্রে দেখা যাবে তা আগেই জানিয়েছিলেন পরিচালক। মিথিলাকে যেন চেনাই যাচ্ছে না। মুখে গাঢ় মেকআপ, ডার্ক রঙের লিপস্টিক, কপালে লাল টিপ, চুলে বিনুনী-পুরো অন্যরকম একটা লুকে নজর কেড়েছে বহ্নি। আবেদনময়ীকে দেখে উত্তেজনা তুঙ্গে।

 

 

মিথিলা এক সাক্ষাৎকারে জানান,  এই সিরিজ জুড়ে রয়েছে বারবণিতাদের যন্ত্রণা। বহ্নি যাদের প্রতিনিধি। মায়ার পর ফের একবার বড়পর্দায় নিজের ইমেজ ভাঙলেন মিথিলা। অভিনেত্রী সটান জানিয়েছেন, 'এবার একটু সাহসী হই, নাহলে অভিনেতার জীবন পূর্ণতা পাবে কী করে'। পরিচালক দেবালয়ও মিথিলার প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানিয়েছেন, মিথিলা খুব স্বাভাবিক অভিনেত্রী।  আমি মাত্র একটি লাইন বলেছিলাম। মিথিলা কিন্তু তার মতো করে হোমওয়ার্ক করেছেন। আগের সিরিজটা খুঁটিয়ে দেখেছেন মিথিলা। অন্যদিকে সৌরভ জানিয়েছেন, আমরা সহ অভিনেতা থেকে বন্ধু হয়ে গিয়েছি।
 

আরও পড়ুন- স্তনযুগল দেখাতেই ব্যস্ত, কটাক্ষ করতেই হৃত্বিকের শ্যালিকা ফারহাকে একহাত নিলেন উরফি

আরও পড়ুন- মুখ খুললেই ফাঁস হয়ে যাবে নোংরা কেচ্ছা, ঐশ্বর্যর নাম নিয়ে সলমনকে হুমকি সোমি আলির

আরও পড়ুন- গোপন সঙ্গমে নয়, করিনার সঙ্গে 'লিভ-ইন'-এর প্রস্তাবে কী প্রতিক্রিয়া ছিল মা ববিতার

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury