'Music to Mood', বুক খোলা ডেনিমে হটনেসের 'ডবল ডোজ' মিমির

Published : Nov 25, 2020, 04:36 PM IST
'Music to Mood',  বুক খোলা ডেনিমে হটনেসের 'ডবল ডোজ' মিমির

সংক্ষিপ্ত

খোশমেজাজে রয়েছেন টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী মিমি চক্রবর্তী ইনস্টা-তে নিজের মতোন করে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন মিমি বুক খোলা ডেনিম পোশাকে হটনেস যেন দ্বিগুন বেড়েছে সাংসদ অভিনেত্রী মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে মিমির এই হট অবতার 

পরিবারের সময় সময় কাটালে মনটা যেন এমনিতেই ভাল হয়ে যায়। ঠিক তেমনটাই ফুল খোশমেজাজে রয়েছে  টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী মিমি চক্রবর্তী। কালীপুজোর আগের দিনই নিজের দেশের বাড়ি জলপাইগুড়িতে ফিরে গেছেন অভিনেত্রী। প্রতিটা মুহূর্তকেই চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। একের পর এক ছবি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।

আরও পড়ুন-স্বামীর অত্যাচারে ৩ বার আত্মহত্যার চেষ্টা, মহাভারতের 'দ্রৌপদী'র কাহিনি জানলে শিউরে উঠবেন...

সম্প্রতি নিজের ইনস্টা-তে নিজের মতোন করে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মিমি। ক্যাপশনে লিখেছেন 'মিউজিক টু মুড'। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। বুক খোলা ডেনিম পোশাকে হটনেস যেন দ্বিগুন বেড়েছে মিমি চক্রবর্তীর।

 

 

আরও পড়ুন-ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বন, বিয়ের ১ মাস পূর্তিতে ঘনিষ্ঠ আলিঙ্গনে নেহা-রোহন...

সাংসদ থেকে অভিনেত্রী টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে সবকিছুই এখন অতীত। কখনও মিউজিকের মুডে আবার কখনও নুড়িতে বসে হালকা জলে পা ভিজিয়ে ছবিতে পোজ দিয়ে নিজের ছোটবেলায় ফিরে গেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। জলপাইগুড়ি, নিজের প্রিয় শহর যেখান থেকেই জন্ম, বড় হওয়া, তাই শিকড়ের টানে সময় পেলেই ছুটে যান শৈশবের প্রিয় জায়গা শিলিগুড়িতে। ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রচলিত ট্যাবু ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন। একাধারে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। 


 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার