স্বামীর অত্যাচারে ৩ বার আত্মহত্যার চেষ্টা, মহাভারতের 'দ্রৌপদী'র কাহিনি জানলে শিউরে উঠবেন
First Published Nov 25, 2020, 1:24 PM IST
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এর 'দ্রৌপদী' ওরফে রূপা গাঙ্গুলী ৫৪-তে পা দিলেন। বাঙালি কন্যা হয়েও হিন্দি ধারাবাহিকে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ব্যক্তিগত জীবনটাও খুব একটা সুখকর ছিল না দ্রৌপদীর। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খুল্লামখুল্লা আলোচনা করেন না রূপা গাঙ্গুলি। ১৯৯২ সালে মেকানিকাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেও জীবনে সুখী হননি অভিনেত্রী। স্বামীর অত্যাচারে বিরক্ত হয়ে ১ বার নয়, ৩ বার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি। কারণ জানলে আঁতকে উঠবেন।

মহাভারতের দ্রৌপদীর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন বাঙালি অভিনেত্রী রূপা গাঙ্গুলী। বিয়ের পরে স্বামীর সঙ্গে কলকাতায় চলে এসেছিলেন। কিন্তু তাতেও তিনি সুখী ছিলেন না।

১৯৯২ সালে মেকানিকাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেন রূপা গাঙ্গুলী। ২০০৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর ২০০৯ সালে আনুষ্ঠানিক ভাবে তাদের পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটাও খুব কষ্টের। ১৪ বছর একসঙ্গে থাকার পরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে রূপার।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন