সার্জারি করিয়ে কি ঠোঁট মোটা করার চেষ্টা, ঐন্দ্রিলার ছবিতে সন্দেহ দৃঢ় নেটিজেনদের

Published : Oct 03, 2020, 03:34 PM ISTUpdated : Oct 03, 2020, 08:30 PM IST
সার্জারি করিয়ে কি ঠোঁট মোটা করার চেষ্টা, ঐন্দ্রিলার ছবিতে সন্দেহ দৃঢ় নেটিজেনদের

সংক্ষিপ্ত

প্লাস্টিক বিউটির খপ্পড়ে কি এবার ঐন্দ্রিলা সেন তাঁর চেহারায় বদল খুঁজে পাচ্ছে একাধিক নেটিজেন ঠোঁট পাতলা থেকে হঠাৎই হয়ে গিয়েছে মোটা এই অভিযোগেই লিপ সার্জারির প্রসঙ্গ তুলল নিন্দুকরা

প্লাস্টিক সার্জারি, লাইপোসাকশন, লিপ ইনজেকশনস, চিক লিফ্ট, হেয়ারলাইন কারেকশন, এই ধরণের বিভিন্ন প্লাস্টিক বিউটির ট্র্যাপে পড়ে যান অভিনেত্রী থেকে অভিনেতারা। প্রথম সারির তারকারা থেকে শুরু করে এই সার্জারির সাহায্য নিয়ে সৌন্দর্য, গ্ল্যামার বাড়িয়ে থাকে। এই সাহায্য কি শেষমেশ নিয়ে ফেললেন ঐন্দ্রিলা সেন। এমনই মন্তব্য করে বসল একের পর এক নেটিজেনরা। ঐন্দ্রিলার ঠোঁটে পরিবর্তন নজরে এল সকলের। 

ঐন্দ্রিলার উপরের ঠোঁট রীতিমত মোটা লাগছে বলে দাবি সকলের। একাধিক সাইবারবাসীর কথা ঐন্দ্রিলা ঠোঁটের উপর কাঁচি চালিয়েছেন। অর্থাৎ তিনি অপারেশন করিয়েছেন। সোজা ভাষায় যাকে বলে প্লাস্টিক সার্জারি কিংবা লিপ ইনজেকশন। এই ধরণের সার্জারি কিংবা ইনজেকশনের মাধ্যমে পাতলা ঠোঁট ঠিক করা যায়। অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ অনেকেই এই সার্জারির মধ্য দিয়ে গিয়েছেন। নিন্দুকদের কথায়, নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা মুখোপাধ্যায়ও এই লিপ সার্জারির সাহায্যে ঠোঁট ফুলিয়েছেন। 

 

 

সম্প্রতি ঐন্দ্রিলা সেনের বেশ কিছু ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া ছিল উত্তাল। অভিনেত্রী কোন ধারাবাহিক কিংবা ছবিতে কাজ করতে চলেছেন কিংবা তাঁর পুজোর প্রস্তুতি কেমন, সেই নিয়ে আলোচনা না করে তাঁর এডিটেড ছবি নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। ঐন্দ্রিলা নাকি নিজের ছবিতে অ্যাপ্লিকেশনের সাহায্য নিজেকে রোগা বানিয়েছেন। অন্যদিকে তাঁর ভক্তদের দাবি তিনি সম্পূর্ণ জিমে শরীরচর্চা করে কঠোর পরিশ্রম করেই মেজ ঝড়িয়েছেন। ছবির মধ্যে নেই কোনও ফেকনেস। এই বিবাদ যে এত সহজে মেটার তা স্পষ্ট।

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে