'কুৎসিত' মেয়েকে নায়িকা করেই তৈরি হল 'নিরুপমা', আসছে নতুন ধারাবাহিক

Published : Sep 19, 2020, 11:50 PM ISTUpdated : Sep 20, 2020, 03:39 AM IST
'কুৎসিত' মেয়েকে নায়িকা করেই তৈরি হল 'নিরুপমা', আসছে নতুন ধারাবাহিক

সংক্ষিপ্ত

ওগো নিরুপমা আসছে টেলিভিশনের পর্দায় নতুন গল্পের ছক বেঁধেই তৈরি হয়েছে এই নতুন সিরিয়াল নায়কের ভূমিকায় গৌরব রায়চৌধুরি নায়িকার ভূমিকা নিয়ে ঘনীভূত হল রহস্য

পুরনো ছকে বাঁধা নতুন গল্প। জস্সি জেইসি কোই নহি, একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিকটি আশা করি সকলের মনে আছে। তেমনই এক ধারাবাহিক এবার বাংলায় তৈরি হল। শীঘ্রই আসছে ওগো নিরুপমা। মোটা কাচের চশমা, অর্থাৎ হাই পাওয়ারের গ্লাস, দাঁতে ক্লিপ, তেল চিপচিপে চুল, গায়ের রঙ খানিক 'ময়লা', শ্যামবর্ণ কিংবা কালো গায়ের রঙকে সাধারণ সমাজ 'ময়লা' বলেই সম্বোধন করে থাকে। 

আরও পড়ুনঃঅনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ বঙ্গতনয়ার, টুইটারে ঝড় তুললেন অভিনেত্রী

এই ধরণের চেহারা মানেই সেই মহিলা অত্যন্ত কুৎসিত। তাঁকে নিয়ে গল্প বানালে কেমন হয়। বডিশেমিং, কারও ব্যক্তিত্ব কংবা রূপ দেখে শেম করা তো এখন ফ্যাশন। এই ফ্যাশনে গা ভাসাতে চলেছে এই ধারাবাহিকটিও। এমনই দাবি নেটিজেনদের। আবির রায় চৌধুরী মোহিনিজ মেকওভার ব্র্যান্ডের মালিক। 

আরও পড়ুনঃমধুমিতা সরকারের মন জুড়ে 'কে' রয়েছেন, ফাঁস করলেন নেটদুনিয়ায়

অন্যদিকে নিরুপমা কাজ করেন একটি লোনের কোম্পানিতে। অত্যন্ত ড্যাশিং হিরোর সঙ্গে এই মেয়ে অত্যন্ত বেমানান, আর সেটাইকেই হাতিয়ার করেছে চিত্রনাট্যকার। ওগো নিরূপমা ধারাবাহিকটির গল্প এই নিয়েই এগোবে। অন্যান্য ধারাবাহিকে যে মেকওভার দেখানো হয়, তা এই ধারাবাহিকে দেখানো হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। 

আরও পড়ুনঃ'বয়স কমছে আমার', নিজেই স্বীকার করলেন মনামী, রহস্য লুকিয়ে ভিডিওতে

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা