শ্যামা ও কৃষ্ণাকে নিয়ে চিন্তা বাড়ছে নিখিলে, বাধ সাধতেই বিপাকে সুনয়না

  • শ্যামা ও কৃষ্ণার আসল পরিচয় এখনও অজানা নিখিলের কাছে
  • এরই মধ্যে কলকাতায় আসতেই বিপদে পড়ে তারা
  • নিখিল তাদের চৌধুরি পরিবারে নিয়ে গিয়ে তুললেই সুনয়না বাধ সাধে
  • শ্যামা ও কৃষ্ণাকে বাড়িতে থাকতে দিতে রাজি নয় সে

বেনারস থেকে কলকাতা, নিখিল ও শ্যামার মধ্যে দূরত্ব বেড়েছিল অনেকখানি। এবার সেই দূরত্ব কমল তাদেরই মেয়ে কৃষ্ণার হাত ধরে। কলকাতায় এসে পরিস্থিতির শিকার হয়ে নিখিলের বাড়িতেই ফিরল শ্যামা। সেই নিয়ে বাধ সাধছে সুনয়না। নিখিলের অজান্তেই কৃষ্ণার প্রতি তার স্নেহ বাড়তেই শুরু করেছে। অন্যদিকে শ্যামাকে নিখোঁজ ভেবে নিখিলের মনের দুঃখ আজও একই রকম রয়ে গিয়েছে। অজান্তেই কৃষ্ণার মায়ের পরিচয় শ্যামার সঙ্গে কথপোকথন শুরু হয় নিখিলের। এবার গল্পের মোড় ঘুরেছে ফের কলকাতায়। 

বেনারস থেকে সোজা কলকাতা। আর বেনারসে আটকে থাকবে না শ্যামা ও নিখিলের জীবনের গল্প। নিখিলের কথায় কৃষ্ণা এবার নিয়েছে অন্য সিদ্ধান্ত। মা-কে নিয়ে কলকাতায় আসবে সে বাবাকে খুঁজতে। নিখিলই যে তার বাবা, এ কথা এখনও রয়েছে আড়ালে। কলকাতায় এসে পৌঁছে গিয়েছে শ্যামা ও কৃষ্ণা। শ্যামার ভয় ফের বাস্তবে পরিণত হল। কলকাতাতে পা রাখতেই বিপদের মুখে মা ও মেয়ে। গুণ্ডাদের কবলে পড়ে রাতের অন্ধকারে একেবারে অসহায় দু'জন। রাস্তার মাঝে একটা মানুষও নেই তাদের সাহায্য করার। 

Latest Videos

আরও পড়ুনঃ'আপনার কি ঠান্ডা লাগে না', বরফের দেশে নিতম্বের অর্ধেকাংশ ফ্লন্ট করে ভাইরাল অনন্যার বোন

 

সেই সময় ভগবানের দূতের মতে এসে পড়ে নিখিল। গুণ্ডাদের সঙ্গে লড়াই করে বাঁচায় কৃষ্ণা ও শ্যামাকে। শ্যামা এবং কৃষ্ণার বিপদ দেখে নিখিল সিদ্ধান্ত নিলেন নিজেদের বাড়িতে তাদের আশ্রয় দেওয়ার। ফের চৌধুরি বাড়িতে প্রায় কুড়ি বছর পর ফিরল শ্যামা। সঙ্গে এবার বাড়ির মেয়ে কৃষ্ণাও রয়েছে। এই নিয়ে সুনয়না ভালমন্দ শোনাতে শুরু করেছে নিখিলকে। মুন্নি, কৃষ্ণা ও শ্যামার বাড়িতে থাকা নিয়ে বেশ রেগে। সেই রাগ প্রকাশ করতেই নিখিলের কাছে বকা খায় মুন্নি। মুন্নির তরফদারি করতে গিয়েই সমস্যায় পড়ল সুনয়না। বেনারস থেকে কলকাতায় আসতেই এবার কি বদলাবে শ্যামার ললাটের লিখন। নাকি সুনয়না ও মুন্নির কারণে ফের আলাদা হয়ে যাবে নিখিল ও শ্যামা। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News