কোয়েলের সঙ্গে নিখিলের যুগলবন্দী, চুপিচুপি বরের দুষ্টুমির ভিডিও রেকর্ড করলেন নুসরত

Published : May 08, 2020, 11:40 PM IST
কোয়েলের সঙ্গে নিখিলের যুগলবন্দী, চুপিচুপি বরের দুষ্টুমির ভিডিও রেকর্ড করলেন নুসরত

সংক্ষিপ্ত

নুসরত জাহানের বর নিখিলের কান্ড কারখানায় অবাক নেটবাসী। কোয়েলের সঙ্গে যুগলবন্দীতে নেমেছেন নিখিল। ভিডিও পোস্ট নুসরতের।  

খাটের মধ্যে চুপচুাপ ক্যামেরা হাতে নিয়ে বসে নুসরত দাহান। খাটের সামনে কোনায় বসে নিখিল। হঠাৎ শুরু করলেন কোয়েল পাখির সঙ্গে যুগলবন্দী। একদিকে কোয়েল পাখি ডেকে চলেছে। অন্যদিকে নিখিলের কোয়েলের সুরে সুরে বেডরুম থেকে ডেকে চলেছে। যা চুপি চুপি রেকর্ড করেছেন নুসরত। ভিডিওটি ভাইরাল হতেই নুসরতের বরের এমন দুষ্টু-মিষ্টি দিক থেকে বেজায় খুশি সাইবারবাসী। 

আরও পড়ুনঃঅভিনেত্রীদের সৌন্দর্য্যের রহস্য ফাঁস করলেন মিমি, নো মেকআপ লুক আসলে মেকআপেরই ভেলকি
নুসরত প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে নেটিজেনদের বিনোদনের জোগান দিচ্ছেন। গান করা, নাচ করা, কেউ  আবার টিকটক করছেন। এছাড়াও রান্না করে রেসিপি সমেত পোস্ট করা। পাশপাশি রয়েছে ওয়ার্ক আউটের ভিডিও করে পোস্ট। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। 

আরও পড়ুনঃদিনের শেষে ঐন্দ্রিলার কবি প্রণাম, রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে অভিনেত্রীর ভিন্ন শ্রদ্ধাজ্ঞাপন

সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে পঞ্চাশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?