হট থেকে রেট্রো, ভিন্ন অবতারে সোশ্যাল মিডিয়া সেনসেশন নুসরত ফারিয়া

Published : Aug 26, 2020, 05:36 PM IST
হট থেকে রেট্রো, ভিন্ন অবতারে সোশ্যাল মিডিয়া সেনসেশন নুসরত ফারিয়া

সংক্ষিপ্ত

বাংলাদেশি সুন্দরী নুসরত ফারিয়ার রেট্রো লুক হট অবতার থেকে সোজা সাদা-কালোর দিনে ফিরে গেলেন নুসরত ছবিতে তাঁকে দেখে চেনার জ নেই ভক্তদেরও নিমেষে ভাইরাল হলেন ইন্টারনেট সেনসেশন

বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট মানেই নিমেষে ভাইরাল। তাঁর সৌন্দর্য, ফ্যাশন, টোনড চেহারা সবেতেই মুগ্ধ ভক্তমহল। নুসরতের একটি পোস্টেই মিনিট খানেকের মধ্যেই বয়ে যায় লাইকের বন্যা। এবার তার অন্যথা হল না। সম্প্রতি তিনি পোস্ট করেছেন একেবারে ভিন্ন অবতারে সেজে। সাদা-কালো ফ্রেমে নিজেকে রেট্রো লুকে মেলে ধরলেন নুসরত ফারিয়া। 

আরও পড়ুনঃশাহিদ পত্নীর বেবি বাম্পে জল্পনা তুঙ্গে, তৃতীয়বার কি মা হতে চলেছে মীরা

যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তমহলের। প্রথমত তাঁকে এক ঝলকে চেনাই মুশকিল হয়ে উঠেছে। অন্যদিকে নুসরতের এই ভিন্ন অবতার মনে ধরেছে নেটিজেনদের। এমন অবতারে তাঁকে আগে কখনও দেখা যায়নি। পুরনো দিনের হিন্দি ছায়াছবির নায়িকার মত বুঁফো করে বাঁধা চুল। লম্বা বিনুনি ঝুলছে কাঁধের এক পাশে। সালোয়ার-কামিজও রেট্রো ছোঁয়ায় ভরা। 

আরও পড়ুনঃ'নিজের মেয়েকে যৌনতার জুয়াখেলায় ঠেলে দিয়েছে', রিয়াকে নিয়ে কুমন্তব্যে সোচ্চার সেক্রেড গেমস-র নায়িকা

আরও পড়ুনঃমদ্যপান মানেই সেই মেয়ের চরিত্র রসাতলে গিয়েছে, বিরক্তি প্রকাশ স্বস্তিকার

মেকআপেও রয়েছে অভিনবত্ব। টানা লাইনার হল রেট্রো যুগের ইউএসপি। সেই ইউএসপিকেই মেকআপে বেশি করে তুলে ধরেছেন নুসরত। পোশাকের মধ্যে ওরনা নেওয়ার স্টাইল পুরোটাই পুরনো দিনের নায়িকাদের মত। তাঁকে এমন ভিন্ন অবতারে দেখে ক্রাশ খাচ্ছে হাজারও পুরুষ। সৌন্দর্যে মুগ্ধ হয়েছে মহিলারাও।

আরও পড়ুনঃ'সুশান্তের সঙ্গে প্রেম ছিল কৃতির, প্রাক্তন প্রেমিকা হিসাবে জনসমক্ষে এসে প্রতিবাদ করা উচিত ওনার'

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?