Nusrat Jahan : বেবিফ্যাট উধাও ২ মাসে, টোনড ফিগার স্পোর্টস অ্যাটায়ারে আগুন জ্বালালেন নুসরত

 মা হওয়ার পরই অক্টোবরেই কাজে ফিরেছেন নুসরত জাহান। শুধু তাই নয় চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত। শরীরে নেই একটুও বেবিফ্যাট। প্রায় ২ মাসের মধ্যেই আগের চেহারায় ফিরেছেন ঈশানের মাম্মা নুসরত জাহান।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিম আউটফিটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। যা দেখে থ হয়েছেন অনুরাগীরা।

নুসরত জাহান। টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই দর্শকদের কাছে পরিচিত নুসরত জাহান। বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। অভিনেত্রীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। ২ মাস আগে সদ্যই আগস্ট মাসে মা হয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। মা হওয়ার পরই অক্টোবরেই কাজে ফিরেছেন নুসরত জাহান। শুধু তাই নয় চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত। শরীরে নেই একটুও বেবিফ্যাট। প্রায় ২ মাসের মধ্যেই আগের চেহারায় ফিরেছেন ঈশানের মাম্মা নুসরত জাহান।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিম আউটফিটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। যা দেখে থ হয়েছেন অনুরাগীরা।

 

Latest Videos

 

মা হওয়ার পর থেকেই খুব একটা বেশি বিরতি নেননি নুসরত জাহান, অল্প কয়েকদিনের মধ্যেই কাজে ফিরেছেন নুসরত জাহান (Nusrat Jahan) । পুজোর আগে থেকেই বিভিন্ন রকম ফোটোশ্যুটে ঝড় তুলেছেন নুসরত জাহান। ইতিমধ্যেই নতুন ছবি জয়কালী কলকত্তেওয়ালী-র  শুটিংও শুরু করে দিয়েছেন টলিপাড়ার নতুন মা। বেগুনি রঙের স্ট্রাইপ স্পোর্টস ব্রা, নীল রঙের ট্র্যাক প্যান্ট পরেই ছবি পোস্ট করেছেন নুসরত জাহান। ছবিতেই স্পষ্ট ফুটে উঠেছে ফ্ল্যাট অ্যাবস,নির্মেদ কোমর। মারকাটারি চাবুক ফিগারে রাতের ঘুম উড়িয়েছেন নুসরত জাহান। নো মেক আপ লুক থেকে মুহূর্তে হয়ে উঠেছেন লাস্যময়ী (Nusrat Jahan) । সাংসদ অভিনেত্রী নুসরত জাহান রাতারাতি আগুন জ্বালিয়েছেন নেটদুনিয়ায়।

 

 

আরও পড়ুন-Soumitra Chatterjee- চারুলতা থেকে ফেলুদা, সত্যিজিৎ রায়ের ক্যামেরায় আবিষ্কার অন্য সৌমিত্র

আরও পড়ুন-Rajkumar-Patralekhaa : ফিল্মি কায়দায় বাগদান রাজকুমারের, ভেন্যুর এক রাতের খরচ কত জানেন

আরও পড়ুন-Puja-Kunal Marriage: ছেলে কৃশিবকে নিয়ে ছাদনাতলায় পূজা-কুণাল,গোয়ায় বসছে বিয়ের আসর

 

টলিপাড়ার অভিনেত্রীদের সঙ্গে ট্রোলিং কথাটা যেন ওতপ্রোত ভাবে জড়িত। শুভশ্রী থেকে শ্রাবন্তী, শ্রীলেখা সহ বহু অভিনেত্রীকে সাম্প্রতিককালে চেহারা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছে। তবে চেহারা নিয়ে  নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচনার  মুখে পড়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। তবে ছেলে ঈশানের জন্মের পর থেকে আমূল বদলে গিয়েছে নুসরতের জীবন।  একরত্তিকে আগলেই শুরু হয়েছে তার জীবন। সন্তান-সংসার- কেরিয়ার সামলে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সাংসদ-অভিনেত্রীর হিসেবে ব্যাপক জনপ্রিয়তার পর তিনি এবার সঞ্চালিকা। সোমবার থেকেই ইশক উইফ নুসরত নিয়ে হাজির হচ্ছেন নুসরত (Nusrat Jahan)। ভালবাসায় বোল্ড নুসরতের নয়া অবতার দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। একাধিক চমক অপেক্ষা করছে ভক্তদের জন্য। এবং একেবারে অন্য অবতার নিয়ে ভক্তদের সামনে হাজির হতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। এহেন অবতারে আগে কখনও দেখা যায়নি নুসরতকে। ১৫ নভেম্বর সোমবার থেকেই 'ইশক এফএম'-এ  (Ishq with Nusrat) নতুন রেডিও শো নিয়ে আসছেন নুসরত জাহান। যার নাম - 'ইশক উইথ নুসরত','ভালবাসায় বোল্ড'। এই প্রথমবার অভিনেত্রীকে রেডিও হোস্টের ভূমিকায় দেখা যাবে। কী কী চমক থাকতে চলেছে নুসরতের এই শো-তে , তা নিয়ে জল্পনা বাড়ছে।


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন