সহবাস সঙ্গী নয়, প্রথমবার স্বামী যশকে নিয়ে 'দাদাগিরি'র মঞ্চে নুসরত, সৌরভের শো-তে পিছু ছাড়ল না ট্রোলিং

' দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড  হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  'দাদাগিরি '-তে । সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে  বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন যশ ও নুসরত জুটি। যদিও এর আগেও ' দাদাগিরি' র মঞ্চে হাজির হয়েছিলেন যশরত জুটি, তবে তা অনস্ক্রিন জুটি হিসাবে। এই প্রথমবার সহবাস সঙ্গী হিসেব নয় বরং রিয়েল লাইফের  স্বামী যশকে নিয়ে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হতে চলেছেন নুসরত জাহান।
 

' দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড  হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  'দাদাগিরি '-তে । সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে  বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন যশ ও নুসরত জুটি। যদিও এর আগেও ' দাদাগিরি' র মঞ্চে হাজির হয়েছিলেন যশরত জুটি, তবে তা অনস্ক্রিন জুটি হিসাবে। এই প্রথমবার সহবাস সঙ্গী হিসেব নয় বরং রিয়েল লাইফের  স্বামী যশকে নিয়ে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হতে চলেছেন নুসরত জাহান।

দুজনের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা আজও অব্যাহত টলিপাড়ায়।  তবে সম্পর্কের শিলমোহর দেওয়ার পর নুসরতের রেডিও টক শো- 'ইশক উইথ নুসরত'-এ একসঙ্গে হাজির হয়েছিলেন নুসরত ও যশ। তবে এবারে অন্যরকম ভাবেই একসঙ্গে হাজির হতে চলেছেন ঈশানের মা ও বাবা।  'দাদাগিরি'র শেষের সময় যত এগিয়ে আসছে ততই যেন চমক বাড়ছে। আগামী ২৪ এপ্রিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি'র মঞ্চে অতিথি হিসেবে থাকছেন টলিউডের সবচেয়ে বিতর্কিত জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সকলের প্রিয় দাদার সামনেই ভালবাসার কথা জানিয়ে একের পর এক ছক্কা হাঁকাবেন এই জুটি, এমনকী ভালবাসার কথা ফাঁস হবে দাদার মঞ্চ'দাদাগিরি'-তে।
 

Latest Videos

 

সম্প্রতি 'দাদাগিরি' র আসন্ন এপিসোডের প্রোমো ভাইরাল হয়েছে। সেখানেই ক্যুইজের কিছু ঝলক সামনে এসেছে। খেলার ফাঁকেই বহুল চর্চিত জুচিকে বেশ কিছু প্রশ্ন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই প্রশ্নের উত্তর খুব সোজাসাপটা ভাবেই দিয়েছেন এই হিট জুটি। সন্তানের মা হওয়ার পরেও যে তাদের ভালবাসা কতটা অটুট, তা বুঝিয়ে দিয়েছেন যশ ও নুসরত। দাদা বলেন, 'এখনও সম্পর্কের মধ্যে কে বেশি পজেসিভ?' এই প্রশ্নের উত্তরে দুজনেই বলেছেন,' দুজন - দুজনকে চোখে হারাই'। ' কে বেশি অন্যের  খেয়াল রাখে?'  প্রশ্ন শেষ হতে না হতেই একে অপরকে আঙুল দিয়ে ইশারা করেন যশ ও নুসরত। তাদের উত্তর শুনে পাল্টা সৌরভ বলেন, 'অপরের সুখবরে এরা মেড ফর ইচ আদার'। তবে দাদা মঞ্চে নুসরত ও যশকে একসঙ্গে দেখে পিছু ছাড়ল না ট্রোলিং।

আরও পড়ুন-যৌনমিলনের সময়ে ভুলে এই কাজ করেন না প্রিয়ঙ্কা, তাহলেই রেগে আগুন হয়ে যান স্বামী নিক

আরও পড়ুন-রণবীরের নামের সিঁদুর মুছে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড আলিয়া, নিন্দার ঝড় উঠল নেটদুনিয়ায়

আরও পড়ুন-কামের নেশায় পাগল অভিষেক, প্রেম থেকে বিয়ে, কীভাবে রাজি করিয়েছিলেনঐশ্বর্যকে ফিরে দেখা বিবাহবার্ষিকীকে

প্রোমো ভাইরাল হতেই ট্রোলিংয়ের মুখে পড়লেন নুসরত। প্রাক্তন স্বামীকে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেন নুসরত। কারণ এর আগে 'দাদাগিরি' র মঞ্চে নিখিল জৈনকে নিয়ে হাজির হয়েছিলেন নুসরত। তখনও তাদের কেমিস্ট্রি নজর কাড়া ছিল। নেটিজেনদের মধ্যে একজন বলেছেন, ' না জানি পরেরবার আবার কাকে দেখতে পাবো?' । কেউ লিখেছেন, ' প্রত্যেক বছর একেকটা করে নতুন জামাই নিয়ে এসো নুসরত'। এদিন কালো-সোনালি পাড়ের সাদা রঙের ভারী সিল্কের শাড়িতে নিজেক সাজিয়েছিলেন নুসরত, কালে বড় কানের দুল। অন্যদিকে সিক্যুইনের ব্লেজার দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। যশ-নুসরত ছাড়াও 'দাদাগিরি'-তে উপস্থিত থাকবেন সাংসদ বাবুল সুপ্রিয় ও তার স্ত্রী রচনা, লোপামুদ্রা মিত্র ও জয় সরকার।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar