চলতি বছরের ক্যালেন্ডার অনুযায়ী একই দিনে পড়েছিল দোল উৎসব (Holi 2022) ও শবে বরাত। দোল উৎসবের দিন রঙের খেলার মেতে ওঠার পাশাপাশি শবে বরাতও উদযাপন করেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। হোলি সেলিব্রেশন করে শবে বরাত উপলক্ষে অনুরাগীদের শুভেচ্ছাও জানিয়েছেন সাংসদ অভিনেত্রী। শবে বরাত উপলক্ষে নিজামুদ্দিন দরগাতে হাজির হয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। ডালা হাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন নুসরত জাহান। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।বর্তমানে সংসদ ভবনে বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লিতে গেছেন নুসরত জাহান (Nusrat Jahan) । কাজের ফাঁকেই দরগায় হাজির হয়েছিলেন নুসরত জাহান।
দোল উৎসব নিয়ে সকলেরই আনন্দ থাকে তুঙ্গে। গত দুই বছর ধরে করোনার কোপ পড়েছিল দোল উৎসবে। তবে চলতি বছরের করোনার প্রকোপ কম থাকায় তারকাদের হোলি যে জমজমাট হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়। রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও হোলির আনন্দে মেতে ওঠেন তারকারা। সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে হোলি উৎসব। আকাশে-বাতাসে যেন রঙের মেলা । বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। চলতি বছরের ক্যালেন্ডার অনুযায়ী একই দিনে পড়েছিল দোল উৎসব (Holi 2022) ও শবে বরাত।
দোল উৎসবের দিন রঙের খেলার মেতে ওঠার পাশাপাশি শবে বরাতও উদযাপন করেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। হোলি সেলিব্রেশন করে শবে বরাত উপলক্ষে অনুরাগীদের শুভেচ্ছাও জানিয়েছেন সাংসদ অভিনেত্রী। শবে বরাত উপলক্ষে নিজামুদ্দিন দরগাতে হাজির হয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। ডালা হাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন নুসরত জাহান। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।
বর্তমানে সংসদ ভবনে বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লিতে গেছেন নুসরত জাহান (Nusrat Jahan) । কাজের ফাঁকেই দরগায় হাজির হয়েছিলেন নুসরত জাহান। ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির বিখ্যাত নিজামুদ্দিন দরগার চত্বরে হাঁটছেন নুসরত। পেস্তা রঙের সালোয়ার, মাথায় ঢাকা ওড়না। হাতে ডালা নিয়ে দরগার দিকে এগিয়ে যাচ্ছেন নুসরত জাহান। প্রথা মেনে নমাজ পড়ার পাশাপাশি দু হাত জড়ো করে দুয়া চাইতেও দেখা গেছে অভিনেত্রীকে। তারপর প্রার্থনা সেরে দরগায় ধাগাও বাধেন নুসরত জাহান। সেখানকার প্রথা অনুযায়ী আশীর্বাদ হিসেবে লাল ও হলুদ সুতো বেঁধে দেওয়া হল নুসরতের হাতে। ভিডিওর শেষে দেখা যায় অন্যান্য দর্শনার্থীদের হাতে খাবার ও ফল তুলে দিচ্ছেন নুসরত জাহান। ভিডিও শেয়ার করে ক্যাপশনে নুসরত লিখেছেন, বিশ্বাসটুকুই আমাদের সম্বল। আমাদের প্রয়োজন ভরসা, এবং ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে। এই ভালবাসা ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে। তবেই হয়তো ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়বে। ঝড়ের গতিতে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।ছেলে হওয়ার পর যেন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন নুসরত । সাংসদ অভিনেত্রীর হাতে এখন একের পর এক ছবির কাজ। একরত্তি ঈশানকে সামলেও সবটা ব্যালেন্স করে চলছেন নুসরত । অভিনয়ের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও সামলাচ্ছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সম্প্রতি শিলাদিত্য ভৌমিকের পরিচালনায় যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির কাজ শেষ করে ফেলেছেন নুসরত জাহান (Nusrat Jahan) । টলিপাড়ার টক অফ দ্য টাউন-কে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। কবে মুক্তি পাবে যশরতের আগামী ছবি, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।