মুখ্যমন্ত্রীর হাত ধরেই রিসেপশন পার্টিতে নুসরত-নিখিল

  • রিসেপশনের আসরে মুখ্যমন্ত্রীর হাত ধরেই প্রবেশ
  • একই সঙ্গে মিমি চক্রবর্তীই এলেন অনুষ্ঠানে
  • সন্ধে সাড়ে ছটা নাগাদ শুরু হয় রিসেপশন
  • এদিন নিজিদের মনের কথা খুলে বললেন নিখিন-নুসরত

বৃহস্পতিবার কলকাতার বুকে পাঁচ তারা হোটেল সেজে উঠল আলোর রসনাইতে। সময় যতই এগোতে থাকে ততই প্রস্তুতির পারদ চরতে থাকে। সন্ধে ৬টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবরেই পাল্টে যায় হোটেলের স্বাভাবিক চিত্র। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পরেন সকলেই। অবশেষে সন্ধে সাড়ে ছটায় দেখা মেলে নব দম্পতির। 

মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই নুসরত ও নিখিল প্রবেশ করেন অনুষ্ঠান চত্বরে। বৃহস্পতিবার রথ উপলক্ষ্যে ইস্কনে নুসরত ও নিখিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল গড়াতে না গড়তেই প্রতিশ্রুতি পালনে তিনি হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের প্রথম ও প্রধান অতিথি হিসেবে এদিন আসন গ্রহণ করেছিলেন মুখ্যামন্ত্রী। তবে বেশিক্ষণ নয়, আধঘন্টা থাকারপরই বেড়িয়ে যান তিনি। তাদের সঙ্গেই অনুষ্ঠানে যোগ দেন মিমি চক্রবর্তীও। 

Latest Videos

নিজের রিসেপশনের আসরে প্রবেশ করার আগেই সংবাদ মাধ্যমের মখোমুখি হয়েছিলেন নিখিল ও নুসরত। জানালেন তাদের প্রতিক্রিয়া। রিস্পশনের দিন প্রেম ভালোবাসার কথাই হক, বলেই শুরু করেছিলেন কথপোকথন। তিনি জানিয়েছিলেন, সব মেয়েরাই নিজের বিয়েকে নিয়ে যতটা উত্তেজিত থাকে আমিও ততটাই উত্তেজিত। সারাজীবন যেন এভাবেই ভালো থাকতে পারি।  অন্যদিকে নিখিলেরও মুখে একই কথা, নুসরতকে পেয়ে তিনিও খুব খুশি। সকলের আশির্বাদ নিয়েই তারা নতুন জীবন শুরু করলেন। এরপরই একে একে অতিথি আসার পালা শুরু হয়। মিমি চক্রবর্তী হাজারও দায়িত্ব নিয়ে বেজায় ব্যস্ততার মধ্যেই কাটালেন বনুয়ার রিসেপশন।  

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News