'প্রতিমাসে প্রতিমা সে', পিরিয়ড নিয়ে সচেতনার বার্তা দিলেন নুসরত জাহান

পিরিয়ড নিয়ে নানা রকমের ছুৎমার্গ রয়েছে।  প্রতি মাসে পিরিয়ড নিয়ে হাজার রকম ঝক্কি সামলাতে হয় মহিলাদের। পিরিয়ড নিয়ে হাজারো সমস্যা প্রতিনিয়তই সামলাচ্ছেন মেয়েরা।  কিন্তু মাসের ওই কয়েকটা দিনেও হাঁফ ছেড়ে বাঁচার ফুরসত মেলেনা মেয়েদের। ফলে দিনের শেষে অফিস-পরিবার সব সামলেও অসহ্য যন্ত্রণা সহ্য করে দিন কাটাতে হয় মেয়েদের। আর সহ্য করতে না পারলে ব্যথার ওষুধ তো রয়েইছে। এর সাইড এফেক্টও রয়েছে অনেক। এবার পিরিয়ড নিয়ে সচেতনতার বার্তা দিলেন টলি অভিনেত্রী নুসরত জাহান।

পিরিয়ড নিয়ে নানা রকমের ছুৎমার্গ রয়েছে।  প্রতি মাসে পিরিয়ড নিয়ে হাজার রকম ঝক্কি সামলাতে হয় মহিলাদের। পিরিয়ড নিয়ে হাজারো সমস্যা প্রতিনিয়তই সামলাচ্ছেন মেয়েরা।  কিন্তু মাসের ওই কয়েকটা দিনেও হাঁফ ছেড়ে বাঁচার ফুরসত মেলেনা মেয়েদের। ফলে দিনের শেষে অফিস-পরিবার সব সামলেও অসহ্য যন্ত্রণা সহ্য করে দিন কাটাতে হয় মেয়েদের। আর সহ্য করতে না পারলে ব্যথার ওষুধ তো রয়েইছে। এর সাইড এফেক্টও রয়েছে অনেক। এবার পিরিয়ড নিয়ে সচেতনতার বার্তা দিলেন টলি অভিনেত্রী নুসরত জাহান।

গতকালই ছিল বিশ্ব মাসিক স্বাস্থ্য   দিবস। সেই উপলক্ষ্যেই প্রিয়দর্শিনী হাকিমের অভিনব উদ্যোগ' প্রতিমাসে প্রতিমা সে' প্রকল্প নিয়ে সচেতনার পাঠ শেখালেন নুসরত জাহান। যেখানে ৫ হাজার মহিলাকে ৬০ হাজার স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে। এটা একটা দারুণ উদ্যোগ। সকলকে এই প্রকল্পে সামিল হতে বলেছিলেন নুসরত। যেখানে সবাই মিলে মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে সকলকে সচেতন হতে বলেছেন নুসরত জাহান।  পাশাপাশি সকলকে ভাল থাকারও পরামর্শ দিয়েছেন নুসরত জাহান।  সিল্কের শাড়ি, কানে ম্যাচিং দুল, বেশ সেজেগুজে নিজের সোশ্যাল মিডিয়ায়  ভিডিও পোস্ট করেছেন নুসরত জাহান। ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Latest Videos

আরও পড়ুন-গৌরীর সেক্সি ফিগারের পিছনে রয়েছে এই পুরুষের হাতের জাদু , বাস্তবে কি এতটা স্লিম শাহরুখ পত্নী?

আরও পড়ুন-সঙ্গমেই হয়েছিল সর্বনাশ, উদ্দাম সেক্স করে বিয়ের আগেই 'Pregnant' হয়েছিলেন সাহসী বলি ডিভারা

আরও পড়ুন-নগ্নতাই কি উরফির সাফল্যের চাবিকাঠি ? ব্রা পরে সুডৌল স্তন দেখাতেই ক্ষেপে আগুন সাইবারবাসী

সাংসদ অভিনেত্রীর হাতে এখন একের পর এক ছবির কাজ।  একরত্তি ঈশানকে সামলেও সবটা ব্যালেন্স করে চলছেন নুসরত । অভিনয়ের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও সামলাচ্ছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালই রয়েছেন নুসরত জাহান। সম্প্রতি শিলাদিত্য ভৌমিকের পরিচালনায় যশ দাশগুপ্তের সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির কাজ শেষ করে ফেলেছেন নুসরত জাহান। টলিপাড়ার টক অফ দ্য টাউন-কে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। যশ দাশগুপ্তের সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে নুসরত জাহানকে । বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের।  টলিপাড়ার অলিতে-গলিতে নুসরতকে নিয়ে চর্চা যেন লেগেই রয়েছে । কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটাই খবর রটে গিয়েছিল নিখোঁজ হয়েছেন নুসরত জাহান। স্বামী ও ছেলেকে ফেলে কোথায় হারিয়ে গেলেন নুসরত, এই নিয়েই শুরু হয় জলঘোলা। অন্যদিকে  নিজের এলাকাতেই নিখোঁজ পোস্টার পড়েছে দেওয়াল জুড়ে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলাতেই এই পোস্টারে ছেয়ে গিয়েছিল। যেখানে দেখা গিয়েছিল নুসরত নিখোঁজ।  এবারের ছবিটা যেন পুরো উল্টো। বসিরহাটে অনন্য নজির গড়লেন নুসরত জাহান। শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় নিমন্ত্রিত  ছিলেন নুসরত জাহান। পরনে সিল্কের শাড়ি, চুল বেঁধে পৌঁছে গেছেন নুসরত জাহান। সেখানে গিয়ে পুজোর উদ্বোধন করেই ক্ষান্ত হননি। ভোগ রান্না করেও সকলকে চমকে দিয়েছেন নুসরত জাহান।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury