শ্যুটিং-এর মাঝেই হাজির বিপুল সংখ্যক ভক্ত, সকলকে আইস্ক্রিম উপহার দিলেন নুসরত

Published : Mar 02, 2020, 03:49 PM IST
শ্যুটিং-এর মাঝেই হাজির বিপুল সংখ্যক ভক্ত, সকলকে আইস্ক্রিম উপহার দিলেন নুসরত

সংক্ষিপ্ত

বোলপুরে শ্যুটিং-এ ব্যস্ত নুসরত তারই মাঝে হাজির বিপুল সংখ্যক ভক্ত দেখে প্রথমে ঘাবরে গিয়েছিলেন নুসরত পরবর্তীতে যা করলেন তা মুহূর্তে ভাইরাল 

বোলপুরে পরবর্তী ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত নুসরত জাহান। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। তিনি এখন বসিরহাটের সাংসদ। ফলে দুদিকই সমানতালে এখন সামলাতে হচ্ছে নুসরত জাহানকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর প্রথম ছবি। জিতের বিপরীতে অভিনয় করে আবারও নজর কেড়েছিলেন নুসরত। এরপরই দ্বিতীয় ছবির কাজে হাত দেন তিনি। 

আরও পড়ুনঃ মাডার থেকে কবীর সিং, এক ঝলকে বলিউডের সেরা চুমুর দৃশ্য যা ঝড় তুলেছিল দর্শক মহলে

আরও পড়ুনঃ রক্তরহস্য-র গন্ধ, হাওড়া ব্রিজে ছুঁটলেন কোয়েল, প্রথম ঝলকেই বাজিমাত

সম্প্রতি ব্রাত্য বসুর ছবির শ্যুটিং শুরু করেছেন নুসরত। ছবির নাম ডিকশানারি। সেই উপলক্ষ্যে বিগত সাতদিন ধরে বোলপুরেই রয়েছেন নুসরত। সেখান থেকে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। বেশ কয়েকদিন ধরেই সেখানে শ্যুটিং চলবে। খবর ছড়িয়ে পড়া মাত্রই শ্যুটিং সেটে হাজির হয় বিপুল পরিমান ভক্ত সংখ্যা। 

আরও পড়ুনঃ ছবির ব্যর্থতার দায় কার, রজনীকান্তের কাছে টাকা ফেরত দেওয়ার আর্জি

গরমের মধ্যেই স্বপ্নের অভিনেত্রীকে কাছ দেখে দেখার সাধ মেটাতে হাজির ভক্তরা। রোদের মধ্যে দাঁড়িয়েই শ্যুটিং-এ সামিল। কোথাও যেন তারকাদের কাছেও তাঁরাই অনুপ্রেরণা। ফলে শ্যুটিং শেষ হতেই তাঁদের বিশেষভাবে আপ্যায়ন করে নিলেন নুসরত। সামনে থাকা আইস্ক্রিমের দোকান থেকে প্রত্যেককে আইস্ক্রিম কিনে দিলেন তিনি। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে মুহূর্তে ছড়িয়ে পড়ল। 


 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার