সরস্বতী পুজো হয়ে গেল ভ্যাল্টেন্টাইনস ডে, ঐন্দ্রিলাকে জন্য এই কাজটি গোপনে করেছিলেন অঙ্কুশ

সরস্বতী পুজোয় ছোটবেলা কেমন করে কাটত তা নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা (Oindrila Sen)। যেখানে শাড়ি পরা থেকে স্কুলে যাওয়া, ঘুরতে যাওয়া সবটাই করতেন নায়িকা। আর পাঁচটা মেয়ের মতো সেজেগুজে, শাড়ি পরে দল বেঁধে বন্ধুদের সঙ্গে সরস্বতী পুজো কাটাতেন নায়িকা। তবে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন হলে সেই ব্যাপারটা কোনওদিনই উপভোগ করতে পারেননি ঐন্দ্রিলা । অভিনেত্রী জানান, পাড়ায় প্রচুর ছেলে বন্ধু থাকলেও প্রেমের অ্যাঙ্গেলটা কোনওদিনই আসেনি। তবে অঙ্কুশের (Ankush Hazra) দৌলতে সরস্বতী পুজোর দিন একবার বিশেষ অভিজ্ঞতা হয়েছিল। কী এমন করেছিলেন অঙ্কুশ।

 সরস্বতী পুজো মানে  বাঙালির ভ্যালেন্টাইন। এই দিনটি নিয়ে বরাবরই বাঙালিদের একটা অন্য ভাললাগা রয়েছে।  বছরের এই বিশেষ দিনটির জন্য সারাবছর মুখিয়ে থাকে প্রত্যেকেই।  শ্রী পঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বাড়িতে দেবী সরস্বতীর আরাধনা করা হয় ( Saraswati Puja 2022 ) । সরস্বতী দেবী বিদ্যার দেবী। শিক্ষা, শিল্প, সংস্কৃতির দেবী।  নিষ্ঠা সহকারে এই পুজো করলে দেবীর সিদ্ধিলাভ করা যাবে। এমনই প্রচলিত কথা রয়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। দেবীকে সন্তুষ্ট করতে প্রত্যেকেই প্রস্তুত থাকেন। সমস্ত নিয়ম মেনেই শুরু হয় বাগদেবীর আরাধনা ( Saraswati Puja)।  সরস্বতী পুজোর দিন মনের মানুষের সঙ্গে সময় কাটানোর মজাটাই আলাদা। শাড়ি পরে প্রেম করারহ মজা কম-বেশি সকলেই উপভোগ করেন।

সরস্বতী পুজোয় ছোটবেলা কেমন করে কাটত তা নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা (Oindrila Sen)। যেখানে শাড়ি পরা থেকে স্কুলে যাওয়া, ঘুরতে যাওয়া সবটাই করতেন নায়িকা। আর পাঁচটা মেয়ের মতো সেজেগুজে, শাড়ি পরে দল বেঁধে বন্ধুদের সঙ্গে সরস্বতী পুজো কাটাতেন নায়িকা। তবে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন হলে সেই ব্যাপারটা কোনওদিনই উপভোগ করতে পারেননি ঐন্দ্রিলা (Oindrila Sen) । অভিনেত্রী জানান, পাড়ায় প্রচুর ছেলে বন্ধু থাকলেও প্রেমের অ্যাঙ্গেলটা কোনওদিনই আসেনি। তবে অঙ্কুশের (Ankush Hazra) দৌলতে সরস্বতী পুজোর দিন একবার বিশেষ অভিজ্ঞতা হয়েছিল। কী এমন করেছিলেন অঙ্কুশ। অভিনেত্রী জানান, সকলে ভ্যালেন্টাইনস ডে-র দিন বিশেষ উপহার পায় প্রেমিকের কাছ থেকে। তবে অঙ্কুশ একবার তাকে সরস্বতী পুজোর দিন বিশেষ উপহার দিয়েছিল। যার ফলে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইনস ডে উপভোগ করতে পেরেছিলেন নায়িকা (Oindrila Sen)। 

Latest Videos


টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। কোনও রাখঢাক না করেই একে অপরকে  প্রেম নিবেদন করে থাকেন এই যুগল।  লাভ লাইভ নিয়ে বরাবরই ভীষণ খোলামেলা (Oindrila Sen) ঐন্দ্রিলা ও অঙ্কুশ  (Ankush Hazra) । প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে অঙ্কুশের সঙ্গে রিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা সেন। সূত্র থেকে জানা গেছে, ২০২২ সালে একগুচ্ছ ছবির কাজ রয়েছে অঙ্কুশের ঝুলিতে। তবে এক কিংবা দুই নয় শোনা যাচ্ছে, তিন-চারটে ছবির কাজ রয়েছে অঙ্কুশের (Oindrila Sen) । এবং বেশ কয়েকটি ছবির শিডিউল নিয়ে এবার লন্ডনে পাড়ি দিচ্ছেন অভিনেতা। তবে এবারে সফর সঙ্গীও ঐন্দ্রিলা। প্রেমিককে যে এক মুহূর্ত একা থাকতে দিতে চান না (Oindrila Sen)  ঐন্দ্রিলা তা সকলেরই জানা। সূত্র থেকে জানা গেছে, আপকামিং আরও কয়েকটি ছবিতে অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ  (Ankush Hazra)। তার মধ্যে পরিচালক সায়ন্তন ঘোষালের একটি ছবি রয়েছে। অন্যদিকে রাজ চন্দ পরিচালিত অন্য আরও একটি ছবির জন্যও লন্ডনে পাড়ি দিচ্ছেন অভিনেতা। সূত্র থেকে জানা গেছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবির নাম এখনও ঠিক হয়নি।  অন্যদিকে  কলকাতা ওয়েডস লন্ডন ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে  ঐন্দ্রিলা সেন। তবে চলতি বছরে বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে দেখা যাবে (Ankush Hazra) অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে (Oindrila Sen)  ।টলিপাড়ায় বিয়ের মরশুম চলছে। সকলের মনের মানুষের সঙ্গে গাটছড়া বাঁধছেন। সেই তালিকায় রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। নতুন বছরে কি তবে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। 

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury