পূজা ধামাকা, এবার মাত্র ১১ টাকায় বিনোদন, কোথায় মিলবে এই বিপুল ছাড়

  •  ৮ মাস পর  ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে সিনেমাহল 
  • পুজোর ধামাকা হিসেবে রয়েছে মহাচমক
  • এসভিএফ গতকাল থেকেই ৯ টি মাল্টিপ্লেক্সে পুজো ধামাকা নিয়ে হাজির
  •  ১৬-১৮ অক্টোবর মাত্র ১১ টাকায় এই ব্লকব্লাস্টার ছবিগুলি দেখতে পাবেন

Riya Das | Published : Oct 17, 2020 8:39 AM IST / Updated: Oct 17 2020, 03:06 PM IST

দীর্ঘ বিরতির পর আবার পথচলা শুরু। বিনোদনেও পুজো ধামাকা। কথাটা শুনে অনেকেই অবাক হচ্ছেন। ভাবছেন এ আবার কি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।  করোনা মোকাবিলায় ত্রস্ত হয়ে উঠেছে গোটা দেশ। লকডাউনের জেরে বহু ছবির মুক্তি বন্ধ হয়েছে। আবার বহু ছবির শুটিংও বন্ধ হয়ে গেছে। তবে শুধু শুটিং বন্ধই নয়, সিনেমাহল থেকে শপিং মল, অফিস, দোকান,  সমস্ত কিছুতেই কোপ পড়েছিল। লকডাউনের আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোটা দেশ। টানা ৮ মাস  বন্ধ থাকার পর  ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ। 

আরও পড়ুন-মিষ্টি রোদের আভায় অবাক দৃষ্টিতে কী দেখছে রাজ-পুত্র, মুহূর্তে ভাইরাল 'সিম্বা'র আদুরে ছবি...

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। সূত্র থেকে জানা গেছে, আনলক পর্বে খুলছে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি। পুজোরা কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মহাপঞ্চমীর দিনই অর্থাৎ ২১ অক্টোবর একাধিক পুজো রিলিজ হতে চলেছে। তাই পুজোর ধামাকা হিসেবে রয়েছে মহাচমক। দর্শক টানতে টিকিটেও রয়েছে লাগামছাড়া ছাড়। তবে এই দামে আগে কবে সিনেমা দেখেছেন তা  ভাবতে কয়েক বছর পিছিয়ে যেতে হবে আপনাকে তা হলফ করে বলা যায়। মাত্র ১১ টাকা টিকিটের বিনিময়ে দেখতে পারবেন আপনার পছন্দের সিনেমা। কিন্তু কোথায় মিলছে এই বিশেষ ছাড়।

 

 

আরও পড়ুন-শরীরের জ্বালা মেটাতে কাকে কাছে চাইছেন মধুমিতা, দেশি মুডে ভাইরাল 'ফুলঝরি'...

সূত্র থেকে জানা গেছে, প্রযোজনা সংস্থা এসভিএফ গতকাল থেকেই ৯ টি মাল্টিপ্লেক্সে দ্বিতীয় পুরুষ, প্রফেসর শঙ্ক, দুর্গেশগড়ের গুপ্তধন,  দাবাং ৩, মিশন মঙ্গল, গুমনামি, ছিঁছোড়ে দেখাতে চলেছে মোট ১৬ টি স্ক্রিনে। করোনার নিয়মবিধি মেনে দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ প্রক্রিয়াও চলছে। এছাড়াও থাকছে বায়ো বাবল-এর নিরাপদ। যা একটানা ৯০ মিনিট দর্শদের অ্যান্টি মাইক্রোবিয়াল সুরক্ষা দেবে। ১৬-১৮ অক্টোবর মাত্র ১১ টাকায় এই ব্লকব্লাস্টার ছবিগুলি দেখতে পাবেন। তবে শুধু এসভিএফ মাল্টিপ্লেক্সই নয়  শেওড়াফুলির উদয়ন সিনেমাহলেও স্পেশ্যাল ১১ টাকার টিকিটে দেখতে পাবেন আপনার পছন্দের সিনেমাগুলি।
 

Share this article
click me!