পায়েলের বিরুদ্ধে রিচার মানহানির মামলা, শীঘ্রই ক্ষমা চাইতে চলেছেন পায়েল

Published : Oct 07, 2020, 08:58 PM IST
পায়েলের বিরুদ্ধে রিচার মানহানির মামলা, শীঘ্রই ক্ষমা চাইতে চলেছেন পায়েল

সংক্ষিপ্ত

অনুরাগ কাশ্যপের সঙ্গে যৌন সম্পর্ক রাখতে কোনও অসুবিধা নেই রিচা চাড্ডার এমনই অভিযোগ এনেছিলেন বঙ্গতনয়া পায়েল ঘোষ এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন রিচা যার পরই ক্ষমা চাইতে চলেছে পায়েল

বলিউডে ফের মিটু ঝড়। অনুরাগ কাশ্যপ বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছেন বঙ্গতনয়া পায়েল ঘোষ। দক্ষিণী ছবিতে অভিনয় করার পর বলিউডে তিন বছর আগে ডেবিউ করেছেন পায়েল। অভিনেত্রী রিচা চাড্ডাকে নিয়েও কুমন্তব্য করেছিলেন পায়েল। তিনি বলেন রিচা চাড্ডা, হুমা কুরেশির মত নায়িকারা অনুরাগের সঙ্গে যৌন সম্পর্ক রাখেন। অনুরাগের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে এমনই জানালেন পায়েল। তিনি বলেন, অনুরাগ যে এই যৌন সম্পর্ক রাখার চেষ্টা করেন অভিনেত্রীদের সঙ্গে, সে বিষয় তাঁর নায়িকারা রিচা চাড্ডা, হুমা কুরেশিরা অত্যন্ত স্বাচ্ছন্দবোধ করেন। 

এতেই বেজায় চটেছেন রিচা। আইনি নোটিশ পাঠিয়েছেন পায়েলকে।জানা যাচ্ছে, পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করতেই বম্বে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, শীঘ্রই ক্ষমা চাইবেন পায়েল। রিচার সম্বন্ধে করা মন্তব্যগুলি ফিরিয়ে নেবেন তিনি। প্রসঙ্গত, পাটেল কি পঞ্জাবী শাদি ছবিতে ঋষি কাপুর এবং পরেশ রাওয়ালের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সেই অভিনেত্রীর বিস্ফোরক হয়ে ওঠেন নিজের টুইটার সহ এক সাক্ষাৎকারেও। তাঁর দাবি অনুরাগ তাঁকে কাজের প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে যৌন হেনস্তা করার চেষ্টা করেছেন। পায়েল বারংবার বারণ করার পর জবরদস্তি করেন অনুরাগ। 

যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অনুরাগ। সব কিছু নিয়েই মুখ খুলেছেন পায়েল। তাঁর কথায়, তিনি বহু আগেই এমনকি মিটু আন্দোলন চালকালীনই এই বিষয় টুইট করেছিলেন তিনি। কিন্তু সে সময় সকলেই তাঁকে টুইট ডিলিট করে দেওয়ার পরমার্শ দিয়েছিলেন। ম্যানেজারও তাঁকে এই পরামর্শই দেন। যার পরে পায়েল সমস্ত টুইট ডিলিট করে দেন। পরবর্তীকালে তাঁকে ওয়াটসঅ্যাপে ব্লক করে দেন। পায়েলের অভিভাবকরা এই বিষয় কিছুই জানতেন না। 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে