'ও বুদ্ধিমতী, আশা করব ভবিষ্যতে নিজেকে আরও সংযত করবে', নুসরত বিতর্কে সাফ মন্তব্য রাজের

Published : Jun 23, 2021, 11:30 AM IST
'ও বুদ্ধিমতী, আশা করব ভবিষ্যতে নিজেকে আরও সংযত করবে', নুসরত বিতর্কে সাফ মন্তব্য রাজের

সংক্ষিপ্ত

বাংলা জুড়ে এখন নুসরত বিতর্ক একের পর এক তথ্য ঘিরে জল্পনা এবার নুসরতকে নিয়ে মন্তব্য করলেন রাজ কী উপদেশ দিলেন বিধায়ক 

বর্তমানে বাংলা সিনে দুনিয়া থেকে বাংলার রাজনীতির মহল, নুসরত জাহানের একাধিক বিতর্ক ঘিরে চর্চা তুঙ্গে। কখনও উঠছে যশকে ঘিরে প্রশ্ন, কখনও আবার বৈবাহিক জীবন নিয়ে নানা বিতর্ক। এমন পরিস্থিতিতে নিজের মন্তব্য সাফ জানিয়ে বিতর্কে ইতিটানতে চেয়েছিলেন নুসরত। তবে ঘটে উল্টোটাই, লিভইন প্রসঙ্গ টানতেই ভাইরাল সাংসদ। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী। 

আরও পড়ুন- ইমরানের সঙ্গে হট-বোল্ড দৃশ্যে শ্যুট করেই কেরিয়ার শেষ, অকপট তুনশ্রী দত্ত 

আরও পড়ুন- অমিতাভ পুত্র, তবুও বলিউড সফরে স্ট্রাগেল, অভিষেকের কেরিয়ার জুড়ে কেবলই বচ্চন-ছায়া 

আরও পড়ুন- এ কী কান্ড, মালাইকা নন, জীবনের সবচেয়ে কাছের নারীর নামের ট্যাটু করালেন অর্জুন কাপুর 

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নুসরত জাহানকে তিনি টলিউডের অন্যতম বুদ্ধিমতী মেয়ে বলেই মনে করেন। রাজ জানান, নুসরত যা বলেছেন তা ভেবেই নিশ্চই বলেছেন। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। তবে ভবিষ্যতে আরও একটু সংযত হলে ভালো হয়। কেন এমন করল জানা নেই। রাজের কথা, মনে রাখতে হবে তিনি একটি এলাকার প্রতিনিধিত্ব করেন, একটি দলের সঙ্গে যুক্ত। 

সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেন, তাঁরা অনেক বেশি সেন্টিমেন্টাল। অল্পতেই অনেক কিছু ভেবে ফেলেন। তাই তাঁদের দিকটা বিবেচনা করে দেখা উচিত। এর বাইরে নুসরতকে নিয়ে কিছু বলার নেই বলেই মন্তব্য করেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। জনপ্রিতিনিধি হিসেবে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন বর্তমানে রাজ। 

PREV
click me!

Recommended Stories

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সব গানে গলা দেবেন দেবলীনা নন্দি! "তবে কি জনপ্রিয়তা পেতেই এই কারসাজি" শোরগোল সমাজ মাধ্যমে
কেরিয়ারে নতুন মাইলফলক, সুপাস্টার দেবের নাম চালু হল ডাকটিকিট, কী প্রতিক্রিয়া অভিনেতার?