খোলা পিঠ, সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকলেন রণজয়, সোহিনীর প্রতি ভালবাসা দেখে হতবাক নেটিজেনরা

ষষ্ঠী থেকে দশমী সর্বদাই কখনও ম্যাচিং তো কখনও কনট্রাস্ট  পোশাকে আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন টলিপাড়ার এই যুগল। পুজোর শেষে দিয়েছেন সবচেয়ে বড় চমক। সিঁদুর খেলায় সামিল হয়েছিলেন দুজনেই। এবং সেখানেই সোহিনীর খোলা পিঠে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছেন রণজয়। ভালবাসা মাখানো সেই আদুরে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রণজয়, লাভবার্ডসের আদুরেপনা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা।

রাখঢাক, লুকোছাপা এসব অতীত। কোনওদিন নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখার চেষ্টা করেননি টলি অভিনেত্রী সোহিনী সরকার এবং টলি তারকা রণজয়। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একাধিক সাহসী মুহূর্তে নজর কাড়েন টলিপাড়ার এই লাভবার্ডস। পার্টি হোক কিংবা কোনও উৎসব সর্বদাই একসঙ্গে নজর কাড়েন রণজয়-সোহিনী। এই বছরের দুর্গাপুজোতেই কাপল গোল দিয়েছেন এই যুগল।

 

Latest Videos

 

আরও পড়ুন-সঙ্গমের চরম মুহূর্তে 'অন টপ' থাকতে পছন্দ করেন মালাইকা, বিছানায় গিয়েও চাই এই বিশেষ জিনিস

আরও পড়ুন-'আমি এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আইনকে ধোকা দেব না', মাদককান্ডে জামিন পেতে জোর সওয়াল আরিয়ানের

আরও পড়ুন-১৫ কোটি টাকা খোরপোষ, আরবাজের সঙ্গে 'Divorce'-এর আগের রাতটা কেন এত ভয়ঙ্কর মালাইকার জীবনে

 

ষষ্ঠী থেকে দশমী সর্বদাই কখনও ম্যাচিং তো কখনও কনট্রাস্ট  পোশাকে আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন টলিপাড়ার এই যুগল। পুজোর শেষে দিয়েছেন সবচেয়ে বড় চমক। সিঁদুর খেলায় সামিল হয়েছিলেন দুজনেই। এবং সেখানেই সোহিনীর খোলা পিঠে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছেন রণজয়। ভালবাসা মাখানো সেই আদুরে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রণজয়, লাভবার্ডসের আদুরেপনা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা।

 

 

ভিডিওতে দেখা যাচ্ছে, লাল স্লিভলেস ব্লাউজ, হলুদ-লাল হ্যান্ডলুম শাড়িস মাথায় খোঁপা তার মধ্যে জড়ানো ফুল, মানানসই গয়না নিজেকে সাজিয়ে তুলেছিলেন সোহিনী। রণজয়ের পরণে ছিল লাল পাঞ্জাবি ও সাদা ধুতি। অভিনেত্রীর খোলা পিঠে সিঁদুরে আঁকা লাল স্বস্তিক দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।  এককথায় বলতে গেলে টলিপাড়ায় রীতিমতো কাপল গোল দিয়েই চলেছেন সোহিনী ও রণজয়। বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন সোহিনী। সময় পেলেই একঘেয়েমি জীবন ছেড়ে বেড়াতে চলে যান তারা এবং সেখানে গিয়েই প্রাণখোলা অক্সিজেন নিয়ে ফিরে আসেন চার দেওয়ালের গন্ডিতে। 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM