করোনাকে ভয় পাওয়ার কিছু নেই, ট্যুইটারে পোস্ট ঋতুপর্ণার

  • করোনা ভাইরাসের কারণ ২১ দিনের লকডাউন।
  • সরকার সহ বিনোদন জগতের সকল তারকারাই সতর্ক করছেন সাধারণ মানুষকে।
  • লকডাউন কতটা গুরুত্বপূর্ণ, জানালেন ঋতুপর্ণা।

Adrika Das | Published : Mar 25, 2020 2:47 PM IST

করোনা আতঙ্কে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে গোটা বিশ্ব। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে ৬০০। সরকারের তরফ থেকে লকডাউনের সময়সীমা বেড়ে হয়েছে ২১ দিন। এরই মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। 

আরও পড়ুনঃ'করোনা' বলে সম্বোধন চ্যাংকে, বর্ণবিদ্বেষের শিকার হলেন বলিউড তারকা

আরও পড়ুনঃশরীরে থাকল না একটুও কাপড়, লকডাউনে ঝড় তুললেন 'রামায়ণ' নির্মাতার সাহসী নাতনি

বিনোদন জগৎ সকলকে সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তেমনই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও নিজের ট্যুইটার হ্যান্ডেলে করোনা জানালেন, ভয় পাওয়ার কিছু নেই। ২১ দিনের লকডাউন মেনে চলার কথা বলেছেন চলুন। এতে আমাদেরই মঙ্গল হবে। 

 

আরও পড়ুনঃকরোনা নিয়ে ঋষি কাপুরের সেক্সিস্ট মিম, ঠাট্টার কড়া জবাব দিলেন সুজিত সরকার

ভাইরাসটি নিয়ে এখনও বহু মানুষই খুব একটা ভীত নন। জনতা কারফিউয়ের দিন একাধিক লোকজন মিলে রাস্তা ঘাটে থালা বাসন বাজিয়ে, হাততালি দিয়ে ঘুরে বেড়ালেন। যা নিয়ে ট্রোল ও মিমে ভরে গিয়েছে নেটদুনিয়া। সোশ্যাল গ্যাদারিং এখন কতটা বিপদজনক, বুঝছে না বহু মানুষ। ভারতের যেভাবে দ্রুতগতিতে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে বিপদ বাড়ছে বই কমছে না। তাই এই সময় লকডাউনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।
 

Share this article
click me!