একই ফ্রেমে অজয় দেবগণ ও রুদ্রনীল ঘোষ, টলিউড কাঁপিয়ে এবার বলি সফরে অভিনেতা

Published : Aug 14, 2019, 12:35 PM ISTUpdated : Aug 14, 2019, 12:36 PM IST
একই ফ্রেমে অজয় দেবগণ ও রুদ্রনীল ঘোষ, টলিউড কাঁপিয়ে এবার বলি সফরে অভিনেতা

সংক্ষিপ্ত

বলিউড সফরে সামিল রুদ্রনীল ঘোষ নতুন ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন অজয় দেবগণ শীঘ্রই শুরু হবে ছবির কাজ

একের পর এক ছবিতে টলি দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনবদ্য অভিনয় দক্ষতার সঙ্গে পারদর্শীকতা দেখিয়েছেন চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেও। বর্তমানে তিনি টলি পাড়ার একজন অভিজ্ঞ অভিনেতা। তবে এবার তাঁর অভিনয় দক্ষতার সাক্ষী থাকবে গোটা দেশ। টলিউডের পাশাপাশি বলিউড সফরেও এবার সামিল হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

সম্প্রতিই প্রকাশ্যে এসেছে ফুটবল কোচ সইদ আব্দুল রহিমের বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। ইতিমধ্যেই অভিনেতা বাছাই পর্ব শেষ। সেখানেই নিজের লুক টেস্ট করে ফিরলেন অভিনেতা রুদ্রনীল। এই ছবিতেই মুখ্যভুমিকায় অভিনয় করছেন অজয় দেবগণ। ছবিতে এক বিশেষ ভুমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষকে।

আরও পড়ুনঃ শাড়িতে আয়ুস্মান খুরানা! নতুন লুকে নজর কাড়লেন অভিনেতা

সম্প্রতিই তাঁর দুটি ছবি মুক্তি পেয়েছে, ভিঞ্চি দা ও বিবাহ অভিযান। দুই ছবিতেই দুই ভিন্ন চরিত্র সমান তালে ফুঁটিয়ে তুলেছেন তিনি। ছবির পরিচালনা করছেন অমিত শর্মা। যাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরষ্কার প্রাপ্ত ছবি বাধাই হো। ফলেই এই ছবিকে ঘিরে যে অভিনেতার বিশেষ উত্তেজনা থাকবে তা বলাই বাহুল্য। টলিউডের কাছেও এ এক বড় প্রাপ্তি। অভিনেতা হিসেবে বরাবরই একটু ভিন্ন ঘরানার ছবিকেই বিশেষ প্রাধান্য দিয়ে এসেছেন রুদ্রনীল ঘোষ। এবার দেখার নতুন ভুমিকায় তিনি কতটা দর্শকদের মন জয় করতে পারেন। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার