আমার বেবি তাড়াতাড়ি বড় হচ্ছে! কার সম্পর্কে বললেন রুক্মিণী

swaralipi dasgupta |  
Published : Jun 19, 2019, 07:42 PM IST
আমার বেবি তাড়াতাড়ি বড় হচ্ছে! কার সম্পর্কে বললেন রুক্মিণী

সংক্ষিপ্ত

সদ্য মলদ্বীপ থেকে ঘুরে এলেন রুক্মিণী মৈত্র অভিনয় ও ব্যস্ত শিডিউলের মধ্যে ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি তবে তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই এক খুদের ছবি দেখা যায় আজ বুধবারও সেই ছোট্ট আমাইরার একটি ভিডিও পোস্ট করেন

সদ্য মলদ্বীপ থেকে ঘুরে এলেন রুক্মিণী মৈত্র। অভিনয় ও ব্যস্ত শিডিউলের মধ্যে ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। তবে তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই এক খুদের ছবি দেখা যায়। আজ বুধবারও সেই ছোট্ট আমাইরার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওয়ে দেখা যাচ্ছে, আমাইরা নাচ করছে একটি গানে।

ভিডিও-র ক্যাপশনে লেখেন, আমার বেবি খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। পরিবারের নায়িকা হিসেবেও বড় হয়েছে। আমি আমাইরাকে ভালোবাসি। আমার পুতুল। 

বুধবার দিল্লির শপথে উপস্থিত ছিলেন দেব। তাই এই মুহূর্তে দেব ও রুক্মিণী দুজনেই রয়েছেন দিল্লিতে।  সেখানেই রুক্মিণীর দাদার বাড়ি। এই খুদে হল রুক্মিণীর দাদার মেয়ে। বুধবার দেবও আমাইরাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিও-য় দেখা যাচ্ছে , দেব আঁকা শিখছেন।  আর তার শিক্ষক হল ছোট্ট আমাইরা। ভিডিওতে দেখা যাচ্ছে আমাইরা মন দিয়ে দেবকে আঁকা শেখাচ্ছে। আর দেবও বাধ্যে ছেলের মতো আঁকা শিখছে।

 

 

ভিডিওর ক্যাপশনে দেব লেখেন, আমাইরার থেকে আঁকা শিখলাম। শৈশবের কথা মনে পড়ে গেল। 

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দেব-এর কিডন্যাপ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণীই। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?