আমার বেবি তাড়াতাড়ি বড় হচ্ছে! কার সম্পর্কে বললেন রুক্মিণী

  • সদ্য মলদ্বীপ থেকে ঘুরে এলেন রুক্মিণী মৈত্র
  • অভিনয় ও ব্যস্ত শিডিউলের মধ্যে ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি
  • তবে তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই এক খুদের ছবি দেখা যায়
  • আজ বুধবারও সেই ছোট্ট আমাইরার একটি ভিডিও পোস্ট করেন
swaralipi dasgupta | Published : Jun 19, 2019 2:12 PM IST

সদ্য মলদ্বীপ থেকে ঘুরে এলেন রুক্মিণী মৈত্র। অভিনয় ও ব্যস্ত শিডিউলের মধ্যে ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। তবে তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই এক খুদের ছবি দেখা যায়। আজ বুধবারও সেই ছোট্ট আমাইরার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওয়ে দেখা যাচ্ছে, আমাইরা নাচ করছে একটি গানে।

ভিডিও-র ক্যাপশনে লেখেন, আমার বেবি খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। পরিবারের নায়িকা হিসেবেও বড় হয়েছে। আমি আমাইরাকে ভালোবাসি। আমার পুতুল। 

Latest Videos

বুধবার দিল্লির শপথে উপস্থিত ছিলেন দেব। তাই এই মুহূর্তে দেব ও রুক্মিণী দুজনেই রয়েছেন দিল্লিতে।  সেখানেই রুক্মিণীর দাদার বাড়ি। এই খুদে হল রুক্মিণীর দাদার মেয়ে। বুধবার দেবও আমাইরাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিও-য় দেখা যাচ্ছে , দেব আঁকা শিখছেন।  আর তার শিক্ষক হল ছোট্ট আমাইরা। ভিডিওতে দেখা যাচ্ছে আমাইরা মন দিয়ে দেবকে আঁকা শেখাচ্ছে। আর দেবও বাধ্যে ছেলের মতো আঁকা শিখছে।

 

 

ভিডিওর ক্যাপশনে দেব লেখেন, আমাইরার থেকে আঁকা শিখলাম। শৈশবের কথা মনে পড়ে গেল। 

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দেব-এর কিডন্যাপ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণীই। 

Share this article
click me!

Latest Videos

'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে সংঘাতের পর প্রতিক্রিয়া Abhijit Ganguly-র
ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া Madhyamgram-এ | North 24 Parganas News Today
Mamata Banerjee Live: নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, দেখুন সরাসরি
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury