কলকাতার রাস্তায় হেনস্তার শিকার রুপান্বিতা দাস, সোশ্যাল মিডিয়ায় সরব টেলি তারকা

  • অভিনেত্রী রূপান্বিতা দাসকে ভরা রাস্তায় হেনস্তা
  • সমস্যার কথা জানিয়ে ডাইরী করলেন তিনি
  • কলকাতায় একের পর এক ঘটনাকে নিয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা
  • হেনস্তা হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন

একের পর এক তারকা কলকাতার বুকে হেনস্তার শিকার। কোন পথে নিরাপত্তা, প্রশ্ন তুলে ভিডিও শেয়ার করলেন স্টার জলসার ধারাবাহিকের নায়িকা রূপান্বিতা দাস। রবিবার রাস্তা দিয়ে হাঁটার সময় এক অজ্ঞাত পরিচয়ের বাইক আরোহি এসে অশ্লীল আচরণ করে পলাতক হয়ে যান। সেই মুহুর্তে অভিনেত্রী কিছু বুঝে ওঠার আগেই বাইকটি তাঁর চোখের সামনে থেকে চলে যায়। 

Latest Videos

দশ দিন আগেই তিনি মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে লতা-র ভুমিকায় অভিনয় করতে শুরু করেছিলেন। রবিবার ছুটির দিন তিনি বন্ধুদের সঙ্গে রেস্তোরাতে দেখা করতে যাচ্ছিলেন। এমন সময় পাশ থেকে আসা ওই বাইক আচমকাই তাঁকে অস্বস্তিতে ফেলে যায়। সেই মুহুর্তে বাইটিকে ভালো করে দেখার আগে তা চলে যাওয়ায় তিনি কিছুই বুঝতে পারেননি। পরে রাস্তার বিপরীতে সেই বাইকটিকেই আবার দেখতে পেয়ে তাঁর শেষ চারটি নম্বর স্মরণ করে নেন।

আরও পড়ুনঃ দশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, ছয় মাসের জেল অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর

রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা দুই যুবক তাঁর এই অবস্থা দেখে সাহায্য করতে এগিয়ে আসে, এবং তাদের সঙ্গেই তিনি স্থানীয় পুলিশ স্টেশনে যান। যাদবপুর থানায় অভিযোগ জানিয়ে তিনি বাইকের শেষ চারটি নম্বরও বলেন। পুলিশের পক্ষ থেকে সহযোগীতা আশা করেই তিনি একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই প্রশ্ন তোলেন কোথায় কলকাতার মেয়েদের নিরাপত্তা।  
 

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু