বছর শেষে ছুটির মেজাজে সন্দীপ্তা, পাহাড় কোলে ব্যাপক নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Dec 16, 2020, 08:19 AM ISTUpdated : Dec 16, 2020, 09:21 AM IST
বছর শেষে ছুটির মেজাজে সন্দীপ্তা, পাহাড় কোলে ব্যাপক নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

ছুটির মেজাজে অভিনেত্রী সন্দীপ্তা পাহাড় কোলে সময় কাটাচ্ছেন বং ডিভা বছর শেষে ট্রিপে গিয়ে নজর কাড়ছেন অভিনেত্রী মুহূর্তে ভাইরাল তাঁর ডান্স ভিডিও

করোনার কোপে গোটা বছরই যেন এক দম বন্ধ করা পরিবেশে দিন কাটিয়েছে সকলে। বছর শেষে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও খুব একটা স্বস্তিদায়ক নয়। এখনো সাবধানতা মেনে পথ চলতে হচ্ছে, সংক্রমণ রুখতে একাধিক নিয়ম মিনি তবে দৈনন্দিন জীবনযাপন সম্ভব। এরই মাঝে খানিক স্বস্তির খোঁজে বেশকিছু মানুষ পা বাড়িয়েছে ভ্রমণ পথে। 

আরও পড়ুন- খাবার হতে হবে তেল ছাড়া, তবেই তা মুখে তুলবেন রণবীর, রইল সেলেব ডায়েট টিপস.

 

করোনার মাছি পর্বত মুখী হয়েছিলেন মনামি ঘোষ। এবার টলি সেলেব সন্দীপ্তা মুহূর্তে হয়ে উঠলেন ভাইরাল। বেশ কিছুদিন ধরেই তিনি ছুটির মেজাজে এই টলি অভিনেত্রী। সন্দীপ্তা ঘুরতে ভালোবাসেন, তাই মাঝেমধ্যেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন অজানার পথে। বাংলা টেলিভিশন জগতের এই জনপ্রিয় সুপারস্টার এখন ওয়েব সিরিজ ঝড় তুলছেন। তার  রূপের ছটায় মুগ্ধ আপামর বাঙালি। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। তাই কোন পোস্টই খুব একটা নজর এড়ায় না ভক্তদের।

 

 

সকলের সঙ্গে পাল্লা দিয়ে তিনি ও তাই সোশ্যাল মিডিয়ায় নানা আপডেট পোস্ট করতে থাকেন। সম্প্রতি পাহাড় থেকে নাচের ভিডিও শেয়ার করলে সন্দীপ্তা। ট্রাক টি তে উষ্ণ আবেদন, অভিনয়ের পাশাপাশি নাচের যে তিনি সিদ্ধহস্ত তা আরো একবার প্রমান করে দিলেন সন্দীপ্তা। যদিও তার ভক্তদের একথা জানা উচিত, সুদীপ্ত বরাবরই নাচে ভীষণ ভালো। তাই এই  ভাইরাল হয়ে উঠতে সময় লাগলো না বিন্দুমাত্র।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?