'জন্মদিনেও কাজ রাখতেন তিনি, এতই তাঁর কাজের নেশা', শোকস্তব্ধ শিবপ্রসাদ

Published : Nov 15, 2020, 06:39 PM IST
'জন্মদিনেও কাজ রাখতেন তিনি, এতই তাঁর কাজের নেশা', শোকস্তব্ধ শিবপ্রসাদ

সংক্ষিপ্ত

দীর্ঘ আট বছরের পথ চলা  যতই দেখেছি ততই অবাক হয়েছি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা শেষ বিদায়ে সৌমিত্র চট্টোপাধ্যায় 

এত ব্যস্ত থাকতে এর আগে কাউকে দেখিনি আমি। অকপট জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ২০১২ সাল থেকে পথ চলা শুরু একসঙ্গে। একের পর এক ছবি। শিবপ্রসাদের কথায়, ২০১২ সাল থেকে শুরু করে ২০২০, এই সময়টা খুব কাছ থেকে পেয়েছি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এত ব্যস্ত থাকতে কোনও অভিনেতাকেই দেখিনি। 

ছবির শ্যুটের সময় থাকত না কোনও বিরক্তি। নিজেই এসে জানতে চাইতেন কেমন হয়েছে টেক, এদিন একের পর এক তারকাদের মুখে উঠে আসে এই একই কথা। চোখের জল বাধ মানে না। এদিন শিবপ্রসাদ আরও জানান, পৃথিবীর কাছে বাঙালি ও বাংলা ছবিকে পৌঁচ্ছে দিয়েছিলেন তিনি। সত্যিই আজ বাংলা চলচ্চিত্র জগত অভিভাবকহীন হয়ে পড়ল। 

স্বর্ণ যুগের একের পর এক তারকাদের পতন। শেষ হয়ে গেল একটি যুগ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে একাধিক ছবি করা অভিনেতার। এখনও একটি ছবি বেলা শুরু মুক্তির পথে। সেই ছবি মুক্তি পাও.য়ার আগেই জীবন যুদ্ধে হার মানলেন পর্দার প্রথম ফেলুদা। কেওড়াতলার পথে অভিনেতার মরদেহ। সঙ্গে শয়ে শয়ে মানুষের ঢল রাস্তা জুড়ে। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা