বাহুবলী-র সেটেই হবুচন্দ্র রাজার রাজ্যপাট! বিশ্রাম ছাড়াই চলছে শ্যুটিং

চলতি বছর শীতের ছুটিতে মজার ছবি উপহার দেবেন দেব

পুরো দমে চলছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী ছবির কাজ

হায়দ্রাবাদেই চলছে ছবির শ্যুটিং

মুখ্যভুমিকায় থাকছেন খরাজ ও শাশ্বত

বাহুবলীর বিপুল সেট এবার ব্যবহার হচ্ছে বাংলা ছবিতে। ছবির নাম হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। মাহেশমতীর দাপট, উদ্ধত্য তো দূরের কথা বরং হাসি মজার ছলেই কাটছে দিন। এভাবেই রাজত্ব চালাচ্ছেন হবুচন্দ্র রাজা। সঙ্গে রয়েছেন তাঁর গবু চন্দ্রমন্ত্রীও। ছবির পরিচালনায় রয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ ২০ দিনের প্রচেষ্টায় নেতাজি লুক! তিনঘন্টা মেকাপ করে ফ্লোরে প্রসেনিজৎ, শেয়ার করলেন অভিজ্ঞতা

Latest Videos

এক কথায় বলতে গেলে সত্যিই নিজের স্বাদ বদল করলেন দেব। একের পর এক সামাজিক বিষয় ভিত্তিক ছবি তৈরি করার পর এবার তিনি আর্থিক লগ্নি করছেন সম্পূর্ণ ভিন্ন ঘরানার ছবিতে। সেই ছবিকে ঘিরেই এখন উত্তেজনা তুঙ্গে। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে তৈরি চলছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী ছবির শ্যুটিং। এখানেই রাজার ভুমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে ও রানী কুসুমকুমারীর ভুমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। 

আরও পড়ুনঃ ভূতের আত্মকথা! প্রকাশ্যে 'ভূতপরী' জয়ার লুক, শীঘ্রই শুরু ছবির শ্যুটিং

মন্ত্রী হলেন খরাজ মুখোপাধ্যায়। ফলেই মজার চিত্রনাট্য কতটা জমবে তার খানিক আভাস মেলে সহজেই। শাশ্বত চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা যাঁর অভিনয় ভঙ্গিতে গুরুগম্ভীর তথা হাস্যরস দুই মানায় ভালোই। ছবির প্রযোজনা করছেন দেব। 

হাতে সময় কম। তাই একপ্রকার রাত জেগেই চলছে ছবির শ্যুটিং। চলতি বছরই শীতের ছুটিতে ছোটদের জন্য নিয়ে আসা হবে এই ছবি। বেশ কিছুটা শ্যুটিং পর্ব ইতিমধ্যেই শেষ হয়েগিয়েছে। বাকি অংশের শ্যুটিং শেষ হলেই শুরু হবে পোস্ট প্রডাকশনের কাজ। 

Share this article
click me!

Latest Videos

এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh