ভুতের চরিত্রে জয়া আহসানপ্রকাশ্যে এল ছবির প্রথম লুকভুতের বায়োগ্রাফি তৈরি করছেন পরিচালক সৌকর্য ঘোষালবিশেষ ভুমিকায় থাকছেন ঋত্বিক চক্রবর্তী

ভুত নিয়ে আবারও ছবি তৈরি হতে চলেছে টলিউডে। সম্প্রতিই মুক্তি পেয়েছিল ভুতচক্র। আবারও প্রকাশ্যে এল ভুত নিয়ে নতুন ছবির খবর। তবে এবার আর ভুতের ভয় নয়, খোদ ভুতেরই মৃত্যু রহস্যের তদন্ত করে খুঁজে নেওয়া অতীতের ঘটে যাওয়া অজানা নানা ঘটনা। গল্প সাজিয়েও ফেলা হয় খানিক সেই ধাঁচেই।

আরও পড়ুনঃ নোবেল বিতর্কে নয়া মোড়! বাংলাদেশের গায়ক মুখ খুললেন অভিযোগের বিরুদ্ধে

গ্রামের একটি ছোট ছেলে, স্বপ্ন দেখে মাঝে মধ্যেই ভেঁঙে যায় ঘুম। সেখান থেকেই সে জানতে পারে দীর্ঘ ৭০ বছর আগে এক অস্বাভাবিক কিছু ঘটেছিল। তারপরই আলাপ ভুত পরীর সঙ্গে। তাঁর জীবনেও রয়েছে অনেক না জানা ঘটনা। এরপরই জানা যায় ভুত পরীর মৃত্যু ঘিরেও রয়েছে অনেক রহস্য। আর সেই রহস্যই সমাধানে বেড়িয়ে পড়া।

আরও পড়ুনঃ ফিটনেস-এ বাজিমাত! নতুন প্রজন্মকে কড়া টক্কর দিতে এখনও প্রস্তুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

গল্পে ভুত পরীর চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। ছোট বালকের ভুমিকায় থাকছে বিশান্তক মুখোপাধ্যায়। এই ছবিতে এক বিশেষ ভুমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তাঁর হাত ধরেই সামনে উঠে আসবে রহস্যের সমাধান। 

Scroll to load tweet…

এক ভিন্ন ধারার গল্প এবার সকলকে উপহার দিতে চলেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। ভূতের বায়োগ্রাফি নিয়ে মজা ও রহস্যে ঠাঁসা এই ছবিতে থাকছেন টলিউডের আরও কয়েক অভিনেতা-অভিনেত্রী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়সহ আরও অনেকেই।