পাহাড়ের কোলে সোহিনি, লকডাউনে নায়িকার মন ভাসল নস্টালজিয়ায়

Published : Jul 31, 2020, 11:45 PM ISTUpdated : Aug 01, 2020, 02:22 AM IST
পাহাড়ের কোলে সোহিনি, লকডাউনে নায়িকার মন ভাসল নস্টালজিয়ায়

সংক্ষিপ্ত

লকডাউনে পাহাড়ি দিনে ফিরে গেলেন সোহিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পুরনো ভিডিও অরুণাচলের মঠে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী ভিডিও শেয়ার করে নস্টালজিয়ায় ভক্তরাও

লকডাউনে যে জিনিসটি অধিকাংশ মানুষজন মিস করছেন তা হল ঘুরতে যাওয়া। ফ্লাইন এবং ট্রেন স্বল্প সময়ের জন্য চালু থাকলেও নিজের নিরাপত্তার কথা ভেবেই ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত এখন কেউই নিচ্ছেন না। কাছে কোথাও গেলেও বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই পুরনো অ্যালবাম খুলেই নস্টালজিয়ায় ভেসে যাওয়া সুখকর। তেমনই করলেন অভিনেত্রী সোহিনি সরকার। 

আরও পড়ুনঃবিয়ের আগে ফোটোশ্যুটের ঝলক, অন্দরমহলের থ্রোব্যাকে নিয়ে গেলেন নুসরত

২০১৭ সালে অরুণাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই পাইন ভ্যালির মাঝে এখটি সুন্দর মঠ। মঠের শান্ত পরিবেশ ছুঁয়ে যায় কমবেশি সকলের মন। বাদ পড়েননি সোহিনিও। তাঁরও সেই শান্ত পরিবেশে মন ভেসে যায়। সেই মুহূর্ত ভিডিওতে ধরে রেখেছিলেন সোহিনি। যা এখন থ্রোব্যাক হিসাবে কাজে লাগাচ্ছেন তিনি। 

আরও পড়ুনঃস্যুইমসুটে মনামী, বিদেশের মাটিতে আগুন ধরালেন বঙ্গতনয়া

 

অরুণাচলের মঠে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করে নিজে নস্টালজিয়ায় ভেসে গেলেন। গেল ভক্তরাও। ভিডিও শেয়ার করে লিখেছেন, "হঠাৎ করেই ২০১৭-র অরুণাচল প্রদেশ টুর এর ভিডিওটা পেলাম।" এটি সোহিনির সোলো ট্রিপ ছিল। অর্থাৎ একাই ঘুরতে এসেছিলেন এখানে। সঙ্গে এও লিখেছেন ফিরে যেতে চান।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার