সোহিনী-রণজয়ের হট অবতার, নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন সেলেব জুটি

Published : Aug 10, 2020, 10:28 PM IST
সোহিনী-রণজয়ের হট অবতার, নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন সেলেব জুটি

সংক্ষিপ্ত

লকডাউনেই চলছে সোহিনীর ফোটোশ্যুট সঙ্গে রয়েছেন প্রেমিক রনোজয়ও বুলেটের উপর বসে স্টিমি পোজে সেলেব জুটি নেটদুনিয়ার হটকেক সোহিনী-রণজয়

সপ্তাহে দু'দিন করে লকডাউন। বেরতে হচ্ছে কেবল প্রয়োজনে। তবে তাতে কাজ বন্ধ হওয়ার কোনও প্রশ্ন নেই। লকডাউনে সোহিনী সরকার মজেছেন ফোটোশ্যুটে। সঙ্গে রয়েছেন প্রেমিক রণজয়ও। বুলেটের উপর বসে পোজ দিয়েছেন তাঁরা। তাঁদের হট পোজে ইতিমধ্যেই চোখ কপালে উঠেছে নেটিজেনের। এই সেলেব জুটিকে দর্শকমহলের খুবই পছন্দ। সোহিনী-রণজয়ের ঝলক দেখতে সকলের উন্মাদনা তুঙ্গে ওঠে। যে জিনিসটি অধিকাংশ মানুষজন মিস করছেন তা হল ঘুরতে যাওয়া। 

আরও পড়ুনঃ'ফুচকা'র রহস্য বাড়ছে ক্রমশ, নিজের মিনি সিরিজের নতুন পর্ব নিয়ে হাজির মনামী

ফ্লাইট এবং ট্রেন স্বল্প সময়ের জন্য চালু থাকলেও নিজের নিরাপত্তার কথা ভেবেই ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত এখন কেউই নিচ্ছেন না। কাছে কোথাও গেলেও বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই পুরনো অ্যালবাম খুলেই নস্টালজিয়ায় ভেসে যাওয়া সুখকর। তেমনই করলেন অভিনেত্রী সোহিনী সরকার। ২০১৭ সালে অরুণাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই পাইন ভ্যালির মাঝে এখটি সুন্দর মঠ। মঠের শান্ত পরিবেশ ছুঁয়ে যায় কমবেশি সকলের মন। 

আরও পড়ুনঃবলিউডে নিজের জায়গা করার চেষ্টায় সাজিদের সঙ্গে 'লিভ টুগেদার' জ্যাকলিনের, পরে ঝুঁকলেন সলমনের দিকে

আরও পড়ুনঃইডি-র তলবে সিদ্ধার্থের হাজিরা, সুশান্তের মৃত্যু তদন্ত থেকে পালাতে গিয়ে কি অসফল পিঠানি

ফ্লাইট এবং ট্রেন স্বল্প সময়ের জন্য চালু থাকলেও নিজের নিরাপত্তার কথা ভেবেই ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত এখন কেউই নিচ্ছেন না। কাছে কোথাও গেলেও বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই পুরনো অ্যালবাম খুলেই নস্টালজিয়ায় ভেসে যাওয়া সুখকর। তেমনই করলেন অভিনেত্রী সোহিনী সরকার। ২০১৭ সালে অরুণাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই পাইন ভ্যালির মাঝে এখটি সুন্দর মঠ। মঠের শান্ত পরিবেশ ছুঁয়ে যায় কমবেশি সকলের মন। 

আরও পড়ুনঃজিয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগে আজও বিদ্ধ সুরজ, 'ক্রিমিনাল' তকমা পেয়েছিলেন এক সময়

 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে