ভিন্ন লুকে শুভশ্রী! পথে পথে খুঁজে ফেরা কাকে, প্রকাশ্যে পরিণীতার গান

  • পরিণীতা ছবির গান প্রকাশ্যে এল
  • ভিন্ন লুকে শুভশ্রী নজর কাড়ল
  • চিত্রনাট্যের সঙ্গে তালে তাল মিলিয়ে তৈরি এই গান
  • ছবির মুক্তি সেপ্টেম্বর মাসে

শনিবার মুক্তি পেল পরিণীতা ছবির দ্বিতীয় গান সেই তুমি। বুধবার থেকেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শুভশ্রী জানিয়ে ছিলেন শনিবার মুক্তি পাবে তাঁর ছবির অন্য গান সেই তুমি। সেখানেই নতুন লুকে ধরা দিলেন তিনি। যত সময় এগিয়ে ছবিকে গল্পের মোড় ততই যেন নতুন দিক খুলছে। এই গান মুক্তির পর ইঙ্গিত মিলল সেই দিকেরই।

শনিবার রাজ চক্রবর্তীর নিজস্ব চ্যালেনে মুক্তি পায় এই গান। সেখানেই এক অন্য ধারার লুকে ধরা পড়ল শুভশ্রী, শান্ত, নম্র, পরিণত। ছবির প্রথম পোস্টার যখন প্রকাশ্যে এসেছিল তখন থেকেই এক দুষ্টমিষ্টি সম্পর্কের আভাস মিলেছিল। সেখান থেকেই প্রেম। তারপরই গল্পের ভাঁজ ভাঙল ছবির ট্রেলার মুক্তির পর। সেখানেই দেখা গেল ছবির অভিনেতা ঋত্বিকের মৃত্যু। তারপরের গল্পটা এবার সামনে উঠে এল এই গানের মধ্যে দিয়ে। কষ্ট, মান, অভিমান, ভয়, অসহায়তার সবদিকই যেন চরমসীমায় গিয়ে পৌঁচ্ছে গেল। 

Latest Videos

আরও পড়ুনঃ মা আর সন্তান-এর সম্পর্কে গোত্রে প্রয়োজন কতটা! প্রশ্ন তুলে প্রকাশ্যে ছবির ট্রেলার

সেই দিকে নজর দিয়েই এবার সামনে এল পরিণীতা ছবির গান। অনবদ্য গানের কথা থেকে সুর। এক কথায় যা মন ছুঁয়ে যায়। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়েই হৃদয়ে মোচড় দেওয়া গান মুক্তির পরই যেন ছবির প্রতি কৌতুহল আরও একধাপ এগিয়ে গেল। ছবির পরিচাসক রাজ চক্রবর্তী প্রথমেই জানিয়েছিলেন এক ভিন্ন স্বাদের ছবি উপহার দিতে চলেছেন তিনি। তবে পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির দিন, সেই ঘোষনাও তিনি আগেই করেছেন। অগাস্ট মাসে নয়, সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এই ছবি।

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News