বাড়ির বারান্দায় পেপার পড়ার অপেক্ষায় সৌমিত্র, তৃতীয়াতে আরও সুস্থ, কথা বলছেন তিনি

Published : Oct 19, 2020, 09:20 AM ISTUpdated : Oct 19, 2020, 09:21 AM IST
বাড়ির বারান্দায় পেপার পড়ার অপেক্ষায় সৌমিত্র, তৃতীয়াতে আরও সুস্থ, কথা বলছেন তিনি

সংক্ষিপ্ত

সৌমিত্রের শারীরিক অবস্থা আগের ভাল   সূত্রে খবর, কথা বলার চেষ্টাও করছেন তিনি   যদিও তাঁকে কড়া নজরদারিতেই রাখা হয়েছে হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিন গুনছে সবাই 


করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আগের থেকে ভাল। রাতে ঘুম স্বাভাবিক হচ্ছে। পুজোর দিন যতো এগিয়ে আসছে, ততই ক্রমশ সুস্থ হওয়ার পথে সত্যজিতের 'অপুর'। চারিপাশে কাশ ফুল, হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিন গুনছে সবাই।

 

 

আরও পড়ুন, ধুতি-পাঞ্জাবি পরে মহাষষ্ঠীতে ভারচুয়াল মাতৃবন্দনায় মোদি, সল্টলেকের EZCC-তে প্রস্তুতি তুঙ্গে

কথা বলার চেষ্টাও করছেন তিনি

১৫ অক্টোবারের পর থেকে ধীরে ধীরে ক্রমশ সুস্থ হওয়ার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়। আগের থেকে বেড়েছে ফুসফুসের সংক্রয়িতা। চিকিৎসকরা জানিয়েছেন, নাকের মধ্য দিয়ে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে তাঁকে। তবে এখনও আচ্ছন্ন ভাব কাটেনি। গত পরশু অক্সিজেন সাপোর্ট ছাড়াই রাতে ভাল ঘুম হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আর এবার হাসপাতাল সূত্রে খবর, কথা বলার চেষ্টাও করছেন তিনি। তাই ধীরে ধীরে যে তিনি সুস্থ হচ্ছেন তার ইঙ্গিত স্পষ্ট। তবে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল গত রবিবার, সেই বিপদ কাটিয়ে এখন এক সপ্তাহ পর আশার আলো দেখাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক রিপোর্ট। উল্লেখ্য, শনিবার সকালের বুলেটিনে সামনে এসেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রিপোর্ট। তাই স্বস্তিতে সবাই।

 

 

 আরও পড়ুন, পুজোর প্য়ান্ডেলে নোডাল অফিসার লালবাজারের, কোভিড বিধি মানলেই সেরার পুরষ্কার

তাঁর আরোগ্য কামনাতে সমবেত সারা কলকাতা

করোনার রিপোর্ট পজিটিভ আসার পর চলতি মাসেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে অবস্থা স্থিতিশীল থাকলেও পরবর্তীতে তা জটিল হয়ে ওঠে। এই মুহূর্তে তিনি সুস্থই রয়েছেন। আর জ্বর আসেনি। যদিও তাঁকে কড়া নজরদারিতেই রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অপরদিকে তাঁর আরোগ্য কামনাতে সমবেত সারা কলকাতা। 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে