কোয়ারেন্টাইনের দিন শেষ, 'দাদাগিরি'র সেটে ফিরলেন সৌরভ

Published : Aug 03, 2020, 09:36 AM IST
কোয়ারেন্টাইনের দিন শেষ, 'দাদাগিরি'র সেটে ফিরলেন সৌরভ

সংক্ষিপ্ত

দাদাগিরি-র শুটিংয়ে ফিরলেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি লাইট-ক্যামেরা-অ্যাকশনকে ফের  দাদার ঝলক দেখতে হাজির আট থেকে আশি আনলক পর্যায়ে দাদাগিরির শুটিং শুরু হলেও সমস্ত কিছু বিধিনিষেধ মেনেই শুরু হচ্ছে সৌরভ জানিয়েছেন মাত্র ১০ জনকে নিয়ে কাজ শুরু হয়েছে

কোয়ারেন্টাইনের জীবন শেষ। অবশেষে দেখা মিলল মহারাজের। জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি'-র শুটিংয়ে ফিরলেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। নিজের ইনস্টা পোস্টে এই সুখবরটি জানিয়েছেন মহারাজ। লাইট-ক্যামেরা-অ্যাকশনকে ফের  দাদার ঝলক দেখতে হাজির আট থেকে আশি। ইনস্টা পোস্টে সৌরভ জানিয়েছেন মাত্র ১০ জনকে নিয়ে কাজ শুরু হয়েছে। সারাক্ষণ স্যানিটাইজড হচ্ছে শেষ। তবে পুরো বিষয়টি বেশ ভালই লাগছে দাদার।

আরও পড়ুন-জেলে নয়, এবার কোয়ারেন্টাইনে গেলেন 'জুন আন্টি', কীভাবে সময় কাটাচ্ছেন অভিনেত্রী...

সাময়িক স্তব্ধ ছিল 'দাদাগিরি সিজন ৮'। ফের স্বমহিমায় ফিরেছেন দাদা । করোনা আবহে নাজেহাল প্রত্যেকে।  শুটিং থেকে, সিনেমা মুক্তি সবটাই বন্ধ ছিল এতদিন। আনলক শুরু হওয়ার পর ধীরে ধীরে সব কিছু আবার খোলা শুরু হয়েছে। যদিও কড়া বিধিনিষেধ, সামাজিক দূরত্ব মেনেই সবটাই হচ্ছে। আনলক পর্যায়ে দাদাগিরির শুটিং শুরু হলেও সমস্ত কিছু বিধিনিষেধ মেনেই শুরু হচ্ছে। প্রথম ঝলকেই সকলের মন জয় করে নিয়েছেন দাদা। পরণে গাঢ় নীল রঙের ব্লেজার সঙ্গে মানানসই ব্লু প্যান্ট। দেখে নিন সৌরভের পোস্টটি,

 

 

আরও পড়ুন-৪০-এও উপচে পড়ছে ভরা যৌবন, উন্মুক্ত ক্লিভেজে ঠিকরে বেরোচ্ছে শরীরী সৌন্দর্য...

করোনা ভাইরাস  নিয়ে ত্রস্ত হয়ে উঠেছে গোটা দেশ। করোনা রুখতে নানা ধরনের নিয়মবিধি মেনে চলার পরেও অজান্তেই শরীরের বাসা বাধছে এই মারণ ভাইরাস। যত দিন যাচ্ছে করোনার নিত্যনতুন উপসর্গ প্রকাশ্যে আসছে। যা নিয়েই সমস্যা ক্রমশ  বাড়ছে।  এবার করোনার কড়াল থাবা পড়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো-'দাদাগিরি'-তে। এমনকী তিনবার শুটিংয়ের তারিখও পিছানো হয়েছিল 'দাদাগিরি'র। কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি। আর যার কারণে সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি আপাতত হোম আইসোলেশনে ছিলেন। কোয়ারেন্টাইনে যাওয়ার আগেও একাধিক বিজ্ঞাপণের শুটও করেছেন সৌরভ। এমনকী খেলার বিভিন্ন দায়িত্বও সামলেছিলেন তিনি।
 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?