বিচ্ছেদের জল্পনায় জল! জন্মদিনে দামিনীকে হিরের পেনডেন্ট উপহার শ্রাবন্তীর

এই না হলে শাশুড়ি-বৌমা? নিন্দকদের মুখে ছাই দিয়ে এক কাট্টা চট্টোপাধ্যায়-ঘোষ পরিবার। দামিনী ঘোষের জন্মদিনের আগেই এক ফ্রেমে অভিমন্যু চট্টোপাধ্যায় আর তাঁর প্রেমিকা।

বিচ্ছেদ কই? গাঢ় প্রেমে একাকার অভিমন্যু চট্টোপাধ্যায়-দামিনী ঘোষ! নিন্দকদের মুখে ছাই দিয়ে প্রেমিকার জন্মদিনের সন্ধেয় দু’জনে ধরা দিলেন এক ফ্রেমে। উপলক্ষ উদযাপন। সেখানেই লেন্সবন্দি যুগলে। ঘোষ পরিবারের সবার সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন শ্রাবন্তী-পুত্র। চমকের আরও বাকি। ‘হবু বৌমা’কে শ্রাবন্তী চট্টোপাধ্যায় কী উপহার দিয়েছেন, জানেন? হিরের পেনডেন্ট। শহরের প্রথম সারির গয়না বিপণি থেকে কেনা সেই উপহারের বাক্সের ছবি নিজের সামাজিক পাতায় সাজিয়ে দিয়েছেন মডেল। ‘হবু শাশুড়ি’কে ওই ছবিতেই ধন্যবাদ জানাতে ভোলেননি দামিনী।

জন্মদিনের রাতে ‘বার্থডে গার্ল’ ঝলমলে। কালো যে কোনও পার্টির আলো! সেই কথা মাথায় রেখে দামিনী সেজেছিলেন স্বচ্ছ্ব লেসের স্লিভলেস গাউনে। রূপটানে বাড়তি কোনও বাহুল্য নেই। অভিমন্যু পরেছিলেন নীল টি শার্ট। জন্মদিনের উদযাপনের ছবির পাশাপাশি অভিমন্যু ওরফে ঝিনুক তাঁর আর দামিনীর এক সঙ্গে ঘুরতে যাওয়ার পুরনো ছবিও ভাগ করে নিয়েছেন। প্রায় এক বছর পরে দু’জনের ছবি ইনস্টাগ্রামে আবার এক সঙ্গে।

Latest Videos

 

এই ছবির ধাঁধাঁয় ধেঁধেঁই তাঁদের বিচ্ছেদের খবরে সরগরম টলিপাড়া। সেই আগুনে ধুয়ো দিয়েছে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে অনীশের ছবি। অনীশের জন্মদিনে গণেশপুজোয় এক সঙ্গে তোলা ছবি ভাগ করে নিয়ে সেখানে হৃদয়ের ছবি দিয়েছিলেন দামিনী। ব্যস, সবাই ভেবে নিয়েছিলেন আর এক সঙ্গে নেই ঝিনুক আর তাঁর প্রেমিকা। ধারণা আরও গাঢ় দামিনীর দীপাবলি উদযাপনের ছবি দেখে। সে দিন কোত্থাও নেই অভিমন্যু। বরং, একাই প্রদীপ জ্বালিয়েছেন কন্যে। বাজি পোড়ানোর সময় তাঁর পাশে আর এক তরুণ। মুখের আদল বলছে, উভয়ে সম্ভবত নিকট আত্মীয়। ব্যস, টলিউডে ফের চর্চা শুরু। কেন একা একা উদযাপন? কেন কোথাও নেই অভিমন্যু? তা হলে কী.....! 

 

 

দামিনী বা ঝিনুক এই নিয়ে মুখ না খুললেও দামিনীর সোশ্যাল পাতা খুঁজলে অভিমন্যুর মাত্র দুটো ছবি। একটি গত বছরের ১৪ ফেব্রুয়ারির। একটি পয়লা জানুয়ারির। বদলে অভিমন্যুর ইনস্টাগ্রামে দামিনীর সঙ্গে তোলা কয়েকটি ছবি রয়েছে। শেষ ছবি ২০২১-এর ২৭ অক্টোবর। ২৬ অক্টোবর দামিনীর জন্মদিন। ২০২২-এর ২৬ অক্টোবরও কি একই ফ্রেমে দেখা যাবে যুগলকে? এই নিয়ে কৌতূহল ছিল চরমে। আপাতত সেই কৌতূহলে ইতি। যদিও দামিনী-অভিমন্যু কোনও দিন বলেননি, তাঁরা প্রেমে রয়েছেন। আবার সম্পর্কে আছেন, সে কথাও অস্বীকার করেননি। প্রায়ই এক সঙ্গে বেড়াতে যান। কখনও পাহাড়ে। কখনও সমুদ্রতটে। খবর, ইদানীং নাকি তাঁদের সফরসঙ্গী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর ‘সম্ভাব্য প্রেমিক’ অভিরূপ নাগচৌধুরীও। চলতি বছরেই শাশুড়ি-বৌমা মলদ্বীপে এক সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। সেখানে বিকিনিতে খোলামেলা ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সমান তালে উষ্ণতা ছড়িয়েছেন তাঁরা। তবে ভুলেও এক ফ্রেমে ধরা দেননি। 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari