শহরজুড়ে তারকাদের ‘হাঙ্গামা’! জোট বেঁধে আসছেন শ্রাবন্তী-ওম বনি-কৌশানী

Published : Oct 26, 2022, 09:47 PM IST
শহরজুড়ে তারকাদের ‘হাঙ্গামা’! জোট বেঁধে আসছেন শ্রাবন্তী-ওম বনি-কৌশানী

সংক্ষিপ্ত

বুধবার, ভাইফোঁটার আবহে ‘হাঙ্গামা ডট কম’-এর মহরৎ। তার পর প্রকাশ্যে প্রথম প্রচার-ঝলক। উপস্থিত ছিলেন ওম, তুলিকা প্রমুখ। ডা. কৃষ্ণেন্দুর খ্যাতি মীর আফসার আলির রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’ থেকে।   

শহরবাসী সাবধান! এর আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়-ওম সাহানি মিলে ‘ভয় পেও না’ বলে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এ বার নাকি ‘হাঙ্গামা’ করতে আসছেন। মাত্র দু’জনে মিলে ‘হাঙ্গামা’ করলে তাও নয় কথা ছিল। দল ভারী করতে যোগ দিচ্ছেন বনি সেনগুপ্ত-কৌশানী মুখোপাধ্যায়ও। খবর ছড়াতেই সবার কৌতূহল, কোথায়, কী ভাবে হাঙ্গামা করবেন এঁরা? টলিউড বলছে, চার জনেই রাজত্ব করবেন বড় পর্দায়। পরিচালক ডা. কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’-এ। ছবিতে এঁরা ছাড়াও থাকবেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, লাবণী সরকার, বিশ্বনাথ বসু, ঋষিরাজ প্রমুখ।



বুধবার, ভাইফোঁটার আবহে ছবির মহরৎ। তার পর প্রকাশ্যে প্রথম প্রচার-ঝলক। উপস্থিত ছিলেন ওম, তুলিকা প্রমুখ। ডা. কৃষ্ণেন্দুর খ্যাতি মীর আফসার আলির রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’ থেকে। তাঁর প্রথম ছবি ‘ক খ গ ঘ’। পরিচালকের কলম কৌতুকরসে চোবানো। নতুন ছবিতেও কি তারই ছোঁয়া? পরিচালকের কথায়, মানুষ হাসতে ভুলে যাচ্ছে। তিনিও বরাবর কৌতুররস পরিবেশনে অভ্যস্ত। তাই পর্দাতেও সেই অনুভূতিই ছড়িয়ে দিতে চান। আশা, দর্শকেরাও প্রাণখুলে একটু হাসতে পারবেন। আদ্যন্ত প্রেমের ছবি এবং সম্পর্কের গল্প নিয়েই আসতে চলেছেন তিনি।



কৌতুকাভিনয়ে শ্রাবন্তী বরাবরের পোক্ত। এ বার তাঁর সঙ্গে তাল মেলাবেন ওম, বনি, কৌশানীও। অর্থাৎ দুই যুগলের কারসাজিতেই মাত গোটা ছবি। তাঁদের ভালবাসা, খুনসুটি, গোলমাল পাকানো এবং তার জট ছাড়ানো নিয়েই ছবি। এই চার জনের সঙ্গে তাল মেলাবে দুই ভিন্ন রুচির পরিবার। ছবির শ্যুটিং খুব শিগগিরিই শুরু হবে। পরিচালক জানিয়েছেন, কলকাতা এবং উত্তরবঙ্গের পাহাড় তাঁর ছবিজুড়ে থাকবে। গানের দায়িত্বে স্যাভি। ‘এস এস থ্রি এন্টারটেনমেন্ট’ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে সম্ভবত ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে।

অনেক দিন পরে কৌতুকরসাত্মক ছবিতে ফিরতে পেরে খুশি শ্রাবন্তী। আরও খুশি বিপরীতে ওমকে পেয়ে। তাঁর দাবি, তিনি আগের ছবিতে অভিনয়ের সময়েই বুঝেছিলেন, তাঁর আর ওমের জুটি পছন্দ হবে দর্শকদের। তাঁর ধারণাই সঠিক। তাই ফের এই জুটি নতুন ছবিতে। একই সঙ্গে বনি-কৌশানীও দর্শকদের ভী।ণ পছন্দের। চলতি বছরে দুই তারকা জুটি বেঁধে একের পর এক ছবিতে সই করেছেন। ইতিমধ্যেই তাঁদের ঝুলিতে নানা স্বাদের ছবি। শ্রাবন্তীর মতোই কমেডি ছবিতে কাজ করতে ভালবাসেন এই দুই অভিনেতাও। পাশাপাশি এও মনে করেন, সমান্তরাল ছবির পাশাপাশি বাণিজ্যিক মজার ছবিও তৈরি হওয়া দরকার। যা দেখে দর্শক প্রতি দিনের সমস্যা ভুলবেন। 

আরও পড়ুন-
সানমার্গ চিটফান্ড কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় কি শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’? সিবিআইয়ের হাতে এল চাঞ্চল্যকর তথ্য !
নন্দীগ্রামে বিজেপি ত্যাগ করলেন বিশিষ্ট ২ নেতা, শুভেন্দুর গড়ে কি এবার দুর্বল হয়ে পড়বে গেরুয়া শিবির?
শুধুমাত্র ঋষি সুনক নন, বিশ্বের বিভিন্ন ক্ষমতাসীন পদে অধিষ্ঠিত রয়েছেন বহু ভারতীয় বংশোদ্ভূত

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে