ভাইফোঁটায় নিষিদ্ধপল্লিতে ভাস্বর, ফোঁটা নিলেন যৌনকর্মী দিদিদের থেকে

Published : Oct 26, 2022, 05:34 PM ISTUpdated : Oct 26, 2022, 06:42 PM IST
ভাইফোঁটায় নিষিদ্ধপল্লিতে ভাস্বর, ফোঁটা নিলেন যৌনকর্মী দিদিদের থেকে

সংক্ষিপ্ত

ভাস্বরের কথায়, ‘‘এ বছরে পা রাখতেই কী খুশি দিদিরা। কথা রাখার আনন্দে ঝলমল করছে প্রত্যেকের মুখ। গত বছরের মতোই সাজিয়ে গুছিয়ে ফোঁটা দিলেন।’’

কথা রাখলেন ভাস্বর চট্টোপাধ্যায়। গত বছরের মতো এ বছরেও ভাইফোঁটার সকালে তিনি সোনাগাছিতে। গত বারের মতো এ বারেও যৌনকর্মী দিদিদের থেকে ফোঁটা নিলেন তিনি। শুধুই ফোঁটা নেননি। প্লেট ভর্তি মিষ্টিও খেয়েছেন। একই সঙ্গে পাতানো দিদিদের জন্য উপহার নিয়ে গিয়েছিলেন তাঁদের অভিনেতা ভাই। এ ছাড়া, সেলফি তোলা, যৌনকর্মীর সন্তানদের নিয়ে রিলস বানানো তো আছেই। এশিয়ানেট নিউজকে ভাস্বরের দাবি, ‘‘এক ঘণ্টা হইহই করে কেটে গেল! টেরই পেলাম না।’’ 

অতিমারির সময়ে প্রথম সোনাগাছিতে পা রেখেছিলেন ভাস্বর। করোনার দাপটে তখন রোজগার বন্ধ যৌনকর্মীদের। ওঁদের হাতে রেশন, জামাকাপড়, অর্থ, খাবার তুলে দিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। তখনই কথা দিয়েছিলেন, ওঁদের হাত থেকে ভাইফোঁটা নেবেন। প্রথম বছরের সেই উদযাপনের আনন্দ ছুঁয়ে গিয়েছিল তাঁকে। দ্বিতীয় বছরেও একই উল্লাস। ভাস্বরের কথায়, ‘‘এ বছরে পা রাখতেই কী খুশি দিদিরা। কথা রাখার আনন্দে ঝলমল করছে প্রত্যেকের মুখ। গত বছরের মতোই সাজিয়ে গুছিয়ে ফোঁটা দিলেন। এ বছর বাড়তি পাওনা ডা. শর্মিলা মৌলিক। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ডেপুটি সুপারিনটেনডেন্টও এসেছিলেন এখানে। তিনি সোনাগাছির ছেলেদের ফোঁটা দিচ্ছিলেন। ওঁদের পাশে বসে আমিও ফোঁটা নিলাম শর্মিলার হাত থেকে।’’

শুধুই ফোঁটার অনুষ্ঠান? প্রশ্ন ছিল ছোট পর্দার জনপ্রিয় খলনায়কের কাছে। অভিনেতার বক্তব্য, ‘‘ফোঁটা উপলক্ষেই দিদিরা ডিশ ভর্তি করে মিষ্টি দিয়েছিলেন। দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। আজকের দিনে যা বিরল। কেউ চট করে করেন না। সঙ্গে নির্ভেজাল আড্ডা। ওঁদের ছেলেমেয়েদর সঙ্গে রিলস বানালাম। কী খুশি ওরা। সবাই এক সঙ্গে সেলফি তুললেন। কেউ কেউ আগের বছরের সেলফি দেখিয়ে বললেন, গত বছরেও তুলেছিলাম। এ বছরেও তুলব। টেলি পাড়ার কাজকর্মের খোঁজও নিচ্ছিলেন।’’ ভাস্বরও দিদিদের জন্য উপহার নিয়ে গিয়েছিলেন। গত বছর শাড়ি আর ব্যাগ দিয়েছিলেন। অভিনেতার ভাই স্পিরিচ্যুয়াল হিলার। এক ধরনের ‘ধুপম চারকোল কাপ’ তৈরি করেন। নানা ধরনের ভেষজ দিয়ে। সে গুলো জ্বালালে চোখ জ্বলে না। বরং, ঘরে জ্বালালে মানসিক প্রশান্তি আসে। এই ‘ধুপম চারকোল কাপ’ ভাস্বর উপহার দিয়েছেন সবাইকে। অনুরোধ জানিয়ে বলেছেন, ‘‘আপনাদের ঘরে নানা মানসিকতার মানুষ আসেন। তাঁদের থেকে নেতিবাচক মনোভাবাপন্ন মানুষই বেশি। এই ধুপ ঘরে জ্বালতে আপনারা ভাল থাকবেন।’’

 

আরও পড়ুন-প্রেম না সহবাস, কীসের নেশায় পাগল ছিলেন ঐশ্বর্য? নিজের কেরিয়ারের জন্য আজও আফসোস রাই সুন্দরীর

আরও পড়ুন-কার সঙ্গে দিওয়ালিতে চুপিচুপি ঘুরছেন জাহ্নবী? সেক্সি বক্ষের ভাঁজে শরীরী মোচড় শ্রী-কন্যার

আরও পড়ুন-'সেক্সবম্ব'মালাইকার জন্য জমকালো পার্টির আয়োজন অর্জুনের, জন্মদিনে আমন্ত্রিত ছিলেন কারা?

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার