দুই বাংলায় সারা ফেলতে চলেছেন শ্রাবন্তী, খবর পেয়ে বেজায় খুশি ভক্তরা

Published : Aug 21, 2019, 07:14 PM IST
দুই বাংলায় সারা ফেলতে চলেছেন শ্রাবন্তী, খবর পেয়ে বেজায় খুশি ভক্তরা

সংক্ষিপ্ত

নতুন ছবির প্রস্তাব গ্রহণ করলেন শ্রাবন্তী বাংলাদেশের পরিচালক তৈরি করছেন এই ছবি ভুতচক্র-র পর আবারও পর্দায় শ্রাবন্তী আগামী মাসেই শুরু ছবির শ্যুটিং 

রোশনের সঙ্গে দিব্যি সুখে সংসার করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই খবর মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলে। সম্প্রতিই প্রকাশ্যে এসেছিল শ্রাবন্তী অভিনত ছবি ভুতচক্র। সেই ছবি বক্স অফিসে তেমন সারা ফেলেনি। কোথাও যেন ম্লান হয়ে গিয়েছে পর্দায় শ্রাবন্তী ম্যাজিক। ফলেই এবার নড়ে চড়ে বসলেন নায়িকা।

আরও পড়ুনঃ ফিল্মি কায়দায় আংটি বদল! বোদরুমে সঙ্গীত-এর দিন এভাবেই তাঁকে প্রপোজ করেছিলেন নিখিল

নতুন ছবির প্রস্তাব আসা মাত্রই তা গ্রহণ করে নিলেন তিনি। ছবির নাম বিক্ষোভ। পরিচালক শামিম আহমেদ রনী। বাংলাদেশের মাটিতেই হবে ছবির শ্যুটিং। আগামী মাসেই শ্যুটিং শুরু হওয়ার কথাও জানা যাচ্ছে। ঢাকার উত্তাল পরিস্থিতিই এবার উঠে আসবে ছবির পর্দায়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটেই তৈরি এই ছবির বিষয়বস্তু। 

 

 

বিয়ের পর থেকেই জমিয়ে সংসার করছেন শ্রাবন্তী। নতুন জীবন নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন নায়িকা। তাঁর ছেলে ঝিনুকেও বেশ কিছুটা সময় দিতেন তিনি। এবার নিজের সংসার গুছিয়ে পর্দায় কোমড় বেঁধে নেমে পড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার তিনি জয় করতে চলেছেন দুই বাংলারই দর্শকদের মন। তবে তাঁর বিপরীতে কে থাকছেন এই ছবিতে সে বিষয় এখনও মুখ খোলেননি শ্রাবন্তী। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার