
বলি থেকে টলি, সময় পেলেই তারকারা উড়ে যান তাদের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপে। টলিউডের বহু তারকারাই তাদের প্রিয় মানুষদের নিয়ে একান্তে সময় কাটাতে উড়ে যান মলদ্বীপে। এবার মলদ্বীপে উড়ে গেলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কিছুদিন আগেও ছেলে অভিমন্যু ও হবু বউমার সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন শ্রাবন্তী। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে এবার ছেলে ও হবু বউমা নয় বরং চর্চিত প্রেমিকও নাকি শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। ঘর যেন মন টেকে না। সময় পেলেই উড়ে যান কখনও দুবাই তো আবার কখনও মলদ্বীপ। ফের মলদ্বীপে উড়ে গেছেন শ্রাবন্তী।
মলদ্বীপে গিয়েই যেন একের পর এক ছবি পোস্ট করে চলেছেন শ্রাবন্তী। স্নানপোশাতে অভিনেত্রীকে দেখে রীতিমতো ভিড়মি খেয়েছেন নেটিজেনরা। হট অ্যান্ড বোল্ড অবতারে শ্রাবন্তীকে দেখে ধুকপুকানি বেড়ে গিয়েছে ভক্তেদের। অভিনেত্রীর পাশপাশি অভিনেত্রীর প্রেমিক অভিমন্যুকে নিয়েও জল্পনা বাড়ছে। এই মুহূর্তে মলদ্বীপের সোনেভা জানি রিসর্টে রয়েছেন শ্রাবন্তী। মেডহুফারু আইসল্যান্ডে অবস্থিত এই রিসর্ট মলদ্বীপের অন্যতম বিলাসবহুল রিসর্ট। তবে জানেন কি, মলদ্বীপের যে সি-রিসর্টে রয়েছেন প্রেমিক জুটি, তার ভাড়া কত, শুনলে আঁতকে উঠবেন।
নীল জলরাশির মাঝে অবস্থিত মেডহুফারু আইসল্যান্ডে রয়েছে একাধিক ভিলা। সূত্রের খবর এখান সবথেকে ছোট ভিলাগুলিতে থাকার জন্য প্রতিরাতে কমবেশি দেড় লক্ষ টাকা খরচ করতে হবে। তবে ভিলা বড় হলে অনেক বেশি টাকা আপনাকে গুনতে হবে। মলদ্বীপের সোনেভা জানি রিসর্টের সবচেয়ে সুন্দর ভিলাটিতে থাকতে হলে এক রাতের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় ২৪ লক্ষ টাকা। এখনও পর্যন্ত মলদ্বীপ ভ্রমণে প্রেমিকের কোনও ছবি দেখা যায়নি। সাসপেন্স-ধোঁয়াশা- বিতর্ককে জিঁইয়ে রেখেছেন শ্রাবন্তী। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। জীবনে হাজারো চড়াই-উতরাই থাকলেও হাসিমুখে সকলের সামনে নজর কাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। হাজারো সমস্যার মধ্যেও প্রেম যেন সর্বদাই রয়েছে অভিনেত্রীর মনে। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন টলিপাড়ার অলিতে গলিতে। প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল,বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা অভিরূপ। পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী। অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই যে মলদ্বীপে উড়ে গিয়েছেন তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।