নতুন অতিথি এল শ্রাবন্তীর পরিবারে, আনন্দে আপ্লুত হয়ে কী করলেন বাঙালি নায়িকা, দেখে নিন

শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। এবার টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাড়িতে এল নতুন অতিথি।  কে সেই অতিথি তা জানতেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। তার প্রেম থেকে  সিনেমা সবেতেই চর্চা। বলতে গেলে  ৩৬৫ দিনই তাকে নিয়ে সরগরম টলিপাডা। এবার নতুন অতিথিকে নিয়ে জল্পনা শুরু। অভিনেত্রী নিজেই অতিথির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন।

শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। এবার টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাড়িতে এল নতুন অতিথি।  কে সেই অতিথি তা জানতেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। তার প্রেম থেকে  সিনেমা সবেতেই চর্চা। বলতে গেলে  ৩৬৫ দিনই তাকে নিয়ে সরগরম টলিপাডা। এবার নতুন অতিথিকে নিয়ে জল্পনা শুরু। অভিনেত্রী নিজেই অতিথির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন।

দিনকয়েক আগেই নতুন গাড়ি কিনলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নতুন অতিথির ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করলেন নায়িকা। গাড়ি কেনার আনন্দে কেকও কাটলেন নায়িকা। সিলভার রঙের ভলভো গাড়ি কিনেছেন অভিনেত্রী। হলুদ রঙের ওয়ানপিসে নজর কেড়েছেন শ্রাবন্তী। ছবির ক্যাপশনে লেখা , ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। অভিনেত্রীর এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Latest Videos

 

 

শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন  বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না  নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে। টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ে না। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। তৃতীয় বিয়ে ভাঙার মধ্যেই তাকে নিয়ে জল্পনা যেন বেড়েই চলেছে। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। ফের টলিপাড়ার নয়া গুঞ্জন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। একাধিকবার সম্পর্ক ভাঙা-গড়ার খবরের জন্যই শিরোনামে থাকেন শ্রাবন্তী। যত না বেশি কাজের জন্য শিরোনামে থাকেন তার চেয়ে অনেক বেশি তাকে ঘিরে থাকে সমালোচনা। অয়ন দে পরিচালিত 'ভয় পেও না'- ছবিতে শ্রাবন্তীর বিপরীতে ওম সাহানিকে দেখা যাবে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ শে মে মুক্তি পেতে চলেছে এই হরর থ্রিলার। 'ভয় পেও না'-ছবিতে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওম ও শ্রাবন্তীকে। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা যার সঙ্গে শাশুড়ির সম্পর্ক মোটেই ভাল নয়। বউমাকে ভয় দেখিয়ে বাড়িছাড়া করতে চান তিনি। পর্দায় ওম ও শ্রাবন্তীর রসায়ন কেমন হতে চলেছে তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে দর্শকরা।

আরও পড়ুন-বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল, পরপুরুষের সঙ্গে জলকেলিতে মত্ত মন্দিরা, রেগে আগুন সাইবারবাসী

আরও পড়ুন-লিভ-ইন সহবাস করেই কি বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া? মুখ খুললেন কেএল রাহুলের প্রেমিকা

আরও পড়ুন- সুডৌল স্তন ঢাকা ফিনফিনে কাপড়ে, দিশার আগুন ঝরানো সেক্সি ফিগারে ঝড় উঠল নেটপাড়ায়

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন