
সোমবার সকালেই মিলল দুঃসংবাদ, সোশ্যাল মিডিয়ার পাতায় নজরে এলো শ্রীলেখা মিত্রের (sreelekha Mitra) পোস্ট। শুধু দুটি শব্দেই তিনি শেষ করেছেন বার্তা, আমার বাবা...। ভক্তদের ও পরিবার বন্ধুবর্গ সকলের জন্য এই একটাই শব্দ লিখতে পেরেছেন তিনি। সদ্য বিদেশ সফর থেকে ফিরেছেন তিনি। সামনেই পুজো, তারই আগে বাবাকে হারালেন অভিনেত্রী (Bengali Actress) শ্রীলেখা মিত্র। চোখের জলে এ শোক ভোলার নয়। মুহূর্তে সেই পোস্ট ঘিরে আসতে থাকে শোকবার্তা।
শ্রীলেখার জীবন বেশ বর্ণময়, পাশাপাশি জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে সকলের মতই। শ্রীলেখার সেই জীবন পথে সঙ্গী ছিলেন তাঁর পিতা। কোনও দিন তিনি বাধা দেননি শ্রীলেখার কোনও কাজেই। বরং সর্দাই সাহস দিয়েছেন এগিয়ে চলার। সেই মানুষটিকেই আজ হারালেন অভিনেত্রী শ্রীলেখা। পুজোর আগেই পরিবারে শোকের ছায়া, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সন্তোষ মিত্র (Sontosh Mitra)।