এটা কোনও ওয়েব সিরিজ নয়, কঠিন বাস্তব, আফগানিস্তানের ছবি তুলে ধরে মানবিক পোস্ট শ্রীলেখার

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে আফগানিস্তান, আমেরিকার আর্মি-সেনা সেখান থেকে সরানো মাত্রই পাল্টে যায় চেনা ছবি। ২০ বছর পর আবারও তালিবানরা দাপিয়ে বেড়ায় গোটা দেশ। 

Jayita Chandra | Published : Aug 17, 2021 4:32 AM IST / Updated: Aug 17 2021, 10:10 AM IST


শ্রীলেখা মিত্র, বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিত্য নতুন পোস্টে সকলের নজর কাড়েন তিনি। সাধারণ ঘটাই হোক বা আ্তর্জাতিক স্তরের কোনও ঝড়, শ্রীলেখা মিত্র সরব হতে কখনই পিছু পা হননি। এবার সেই অভিনেত্রীর কলমেই ধরা দিল আফগানিস্তানের ভয়ানক ছবি। তালিবানদের অত্যাচারে জীবন প্রায় শেষের পথে, মুহূর্তে সবটা ভেঙে চুরমার আফগানদের। ধর্ম, অশিক্ষা বা কুসংস্কার কীভাবে একটা দেশের মজ্জায় মজ্জায় ঘুন ধরাতে পারে, তারই যেন জীবন্ত উদাহরণ। মাদকের থেকেও ভয়ানক চেহারা নিতে পারে সমাজের এই কয়েকটি বিষয়। 

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে আফগানিস্তান, আমেরিকার আর্মি-সেনা সেখান থেকে সরানো মাত্রই পাল্টে যায় চেনা ছবি। ২০ বছর পর আবারও তালিবানরা দাপিয়ে বেড়ায় গোটা দেশ। সাধারণ মানুষ প্রাণ হাতে নিয়ে ঠিক কীভাবে বাঁচার চেষ্টায় মরিয়া, সেই ছবি সকলের হাতে হাতে বর্তমানে। প্লেনে ঝুলে প্রাণ রক্ষার ছবি, মুহূর্তে মৃত্যু, কোথায় যাবে তার নেই ঠিক, পরিস্থিতি কোথায় এনে দাঁড় করিয়েছে, তা দেখে হতবাক গোটা বিশ্ব। 

আরও পড়ুন- মদের গ্লাস, সঙ্গে হট পোজে মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষ নেটিজেনদের

আরও পড়ুন- বুকের খাঁজ থেকে অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে গোপনাঙ্গ, স্বল্পাবাসে ত্রিধাকে নোংরা কটুক্তি নেটিজেনদের

আর এটাই সময়, আরও একবার ভেবে দেখার, জানালেন শ্রীলেখা। উন্নয়নের পতাকা তুলে দেশ যখন ঝড়ের গতীতে এগিয়ে যাওয়ার কথা বলে, ঠিক সেই পরিস্থিতিতে সময় হয়েছে আরও একবার সতর্ক হওয়ার। মঙ্গলবার সকালেই এক সতর্কবার্তাসহ মানবিক পোস্ট করলেন শ্রীলেখা। লিখলেন, এটা কোনও নেটফ্লিক্সের সিরিজ সামনে উঠে আসা নয়, এ ছবি আফগানিস্তানের বাস্তব ছবি। ধর্ম মাদকের নেশার থেকেও ভয়ানক, আমরা ভারতীয়রাও এই পরিস্থিতিতে ভিত। রাজনীতি ও ধর্মের সম্পর্কে আসফালন কি, এটাই সঠিক সময় আফগানদের পাশে দাঁড়ানোর, সরব হওয়ার। কেবল শ্রীলেখা মিত্রই নন, একের পর এক সেলেব মহল মুখ খুলছেন এই ভয়াপক ছবি দেখে। কোন পথে আফগানিস্তানের ভবিষ্যত, এক কথায় সকলের তা অজানা। 

   

Share this article
click me!