Indian Idol 12- সলমন খানের ছবিতে প্লেব্যাক করার স্বপ্ন নিয়ে পাড়ি জমাতে চান পবনদীপ রাজন

স্বপ্ন বলিউডের ভাইজান সলমন খানের ফিল্মে প্লেব্যাক করার। সেই স্বপ্ন নিয়েই এগোতে চান পবনদীপ রাজন।

জনপ্রিয় সুরকার হিমেশ রেশমিয়ার সুরে গান গেয়ে ফেলেছেন। পকেটে পুরেছেন ইন্ডিয়ান আইডল ১২-এর (Indian Idol 12) সেরার (Indian Idol 12 Winner) খেতাব। এবার স্বপ্ন বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) ফিল্মে প্লেব্যাক করার। সেই স্বপ্ন নিয়েই এগোতে চান পবনদীপ রাজন (Pawandeep Rajan)। গ্র্যান্ড ফিনালের পর্বের আগেই শোয়ের অন্যতম বিচারক হিমেশ রেশমিয়ার সুরে গান গেয়েছেন এই বিজয়ী। সেই অভিজ্ঞতা ছিল স্বপ্নের মতো। হিমেশের মতো ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারাটা, তাঁর কাছে দারুণ প্রাপ্তি বলে ব্যাখ্যা করছেন পবনদীপ। 

Latest Videos

ইন্ডিয়ান আইডল ১২ চ্যাম্পিয়ন পবনদীপ রাজনের গান শুনে মুগ্ধ হয়েছেন পরিচালক করণ জোহরও। নিজের ছবিতে পবনদীপকে গান গাওয়ার সুযোগ করে দেবেন, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তাই এখন পবনদীপ অপেক্ষায় কবে ধর্মা প্রোডাকশন থেকে ডাক আসে। 

পবনদীপের গলায় হিমেশ রেশমিয়ার অকুন্ঠ তারিফ। বললেন যেভাবে তিনি শোয়ের সমস্ত প্রতিযোগীদের কাজের ও পরিচিতির সুযোগ করে দিচ্ছেন তা এককথায় অসাধারণ। পবনদীপের কথাতেই জানা গেল, শোয়ের রানার আপ বনগাঁর অরুণিতা কাঞ্জিলাল ইতিমধ্যেই হিমেশের সুরে রেকর্ড করে ফেলেছেন দুটি গান।

তবে এখানেই থামতে চান তিনি। যাত্রা সবে শুরু হয়েছে। স্বপ্নের উড়ানে পাড়ি দিয়ে বলিউডে নিজের নাম পাকা করতে চান পবনদীপ। তাই সলমনের ছবিতে প্লেব্যাক করার স্বপ্ন মনে মনে এঁকে রেখেছেন তিনি। শুধু তাই নয়, এ আর রহমান, প্রীতমের মতো বলিউড কাঁপানো সুরকারদের সাথে কাজ করতে চান ইন্ডিয়ান আইডল ১২ বিজয়ী। স্রেফ গানের জেরে পরিচিতি থেকে দর্শকের ভালোবাসা তো তিনি পেয়েইছেন। এবার পবনদীপের 'পাখির চোখ' বলিউড।

Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি