বড়দিনে সৃজিতের উপহার, সিরিজে ফেলুদার বাজিমাত, টোটা ঝড়ে কাবু দর্শক

Published : Dec 27, 2020, 04:09 PM IST
বড়দিনে সৃজিতের উপহার, সিরিজে ফেলুদার বাজিমাত, টোটা ঝড়ে কাবু দর্শক

সংক্ষিপ্ত

শীতের মরসুমে বাঙালির পাতে ফেলুদা মুহূর্তে ভাইরাল ফেলুদা ফেরত  দর্শক দরবারে আরও একবার নজর কাড়লেন টোটা মুহূর্তে ভাইরাল সৃজিত মুখোপাধ্যায়ের পোস্ট 

বড়দিনে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজ ফেলুদা ফেরত। প্রতিবছর এই সময় বড়পর্দায় রহস্য রোম্যাঞ্চ গল্পের ঢল নামে, আর সেই আমেজে মেতেই বক্স অফিসে লক্ষ্মী উপচে পড়ে। তবে চলতি বছরের ছবিটা বেশ খানিকটা আলাদা। নেই সেই পুরনো আমেজ, নেই সিন পাড়ায় ভিড়। কিন্তু বাঙালিতে রহস্য থেকে বঞ্চিত রাখেননি পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। 

আরও পড়ুন- গুরুতর অসুস্থ গায়িকা নির্মলা মিশ্র, ফুসফুসে সংক্রমণ ঘিরে উদ্বেগ, ভর্তি করা হল হাসপাতালে

আনকোড়া ফেলুদাকে দিয়ে তৈরি করে নিয়েছে ফেলুদা ফেরত। বড়দিনেই মুক্তি পেয়েছে তার প্রথম সিরিজ ছিন্নমস্তার অভিশাপ। মুহূর্তে যেন সকলেই আবিষ্কার করে ফেলল নয়া ফেলুদা, লালমোহন গঙ্গোপাধ্যায় ও তোপসেকে। যেমন অভিনয়ের ধাঁচ ঠিক তেমনই সংলাপের মার, চাবুকের মত টোটা আবারও প্রমাণ করে দিলেন তিনি সত্যিই জাত অভিনেতা। 

এক রাতেই হু হু করে বাড়ল ভিউ, বাড়ল রেটিং। আর সেই সুসংবাদই সকলের সঙ্গে শেয়ার করে নিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। লিখলেন আইএমডিবি-তে এই সিরিজ পেয়েছে ৮.২। পাশাপাশি হাজার হাজার মানুষের রিভিউ। তাই সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানালেন পরিচালক। 

PREV
click me!

Recommended Stories

কেরিয়ারে নতুন মাইলফলক, সুপাস্টার দেবের নাম চালু হল ডাকটিকিট, কী প্রতিক্রিয়া অভিনেতার?
সুকান্ত-র 'দেশলাই কাঠি' নিয়ে ব়্যাপ! জনপ্রিয় কবিতা পরিণত হল গানে, রিলিজ করার আগেই মানুষের চর্চায় 'অদম্য'