মিথিলাকে ছাড়াই কাবাবে ডুব সৃজিতের, 'কাবাব উৎসব'-এ মজে ভোজনরসিক পরিচালক

  • 'অওধ ১৫৯০'-এর কাবাব উৎসবে সৃজি মুখোপাধ্যায়
  • ছবির এডিটের কাজ সেরেই ছুটে এলেন 'অওধ'-এ
  • ভোজনরসিক বাঙালিদের জন্য থালা সাজিয়ে বিভিন্ন ধরণের কাবাব
  • মিথিলাকে ছাড়াই আয়েশ করে কাবাবের মজা নিলেন সৃজিত

'অওধ ১৫৯০'-তে শুরু হয়ে গিয়েছে কাবাব ফেস্টিভাল। এই উৎসব চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বিভিন্ন ধরণের নতুন রকমারী কাবাব নিয়ে শুরু হল কাবাব উৎসব। বাঙালি অথচ ভোজরসিক হবে না তা কি হয়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও সেই বাঙালিদের মধ্যেই একজন। আগামী ওয়েব সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'র এডিটের কাজ সেরেই ছুটে এসেছেন অওধ রেস্তোরাঁয়। শহরের এই নামকরা রেস্তোরাঁর প্রতিটি আউটলেটেই চলছে কাবাব উৎসব। 

আরও পড়ুনঃ'দূরে' কোথাও চলে গেলেন দিতিপ্রিয়া, পাহাড়ের 'রাণিমা' হয়ে উঠলেন নিমেষে

Latest Videos

 

এই উৎসবে অবশ্য আমন্ত্রিত ছিলেন সৃজিতের স্ত্রী মিথিলাও। তবে কোনও এক কারণে তিনি আসতে না পারায় সৃজিত একাই আসনে। বেশি অপেক্ষা না করেই একেবারেই মগ্ন হয়ে গেলেন কাবাব আস্বাদনে। তাঁর কাছে কাবাব মানেই ভালবাসা। তিনি এমন খুব মানুষকেই চেনেন যারা কাবাব ভালবাসেন না। সৃজিত জানান, "যারা আমিষ খান, কাবাব পছন্দ করেন তাদের জন্য প্রথম এবং শেষ ঠিকানা হল 'অওধ'। রকমারী কাবাব তো আগে ছিলই। এবারে গোরমে ডেলিকেসিসও যুক্ত হল মেনুতে।"

 

 

কাবাব ফেস্টিভালের উদ্বোধন করে অনেকগুলি কাবাবই চেখে দেখেছেন তিনি। বাড়িতেও নিয়ে গিয়েছে মিথিলা ও আয়রার জন্য। তিনি আরও জানান, "যারা ভিগান নন তারা এটা খুব এনজয় করবেন।" 'রবীন্দ্রনা এখানে কখনও খেতে আসেননি'র বিষয় বেশি কিছু ফাঁস না করেই জানালেন, "রবীন্দ্রনাথ এখানেও কখনও খেতে আসেননি। উনিও যদিও এই কাবাব খেতে তাহলে ওনারও দারুণ লাগত। উনি তো খাদ্যরসিক ছিলেন।" সৃজিতও যে বেশ খাদ্যরসিক তা তাঁর কথাবার্তা শুনেই স্পষ্ট হয়ে গেল। 

 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র