দেখতে দেখতে কেটে গেল দু'বছর, লকডাউনে কেমন চলছে বিবাহবার্ষিকীর প্রস্তুতি

Published : May 09, 2020, 10:46 PM ISTUpdated : May 10, 2020, 01:53 AM IST
দেখতে দেখতে কেটে গেল দু'বছর, লকডাউনে কেমন চলছে বিবাহবার্ষিকীর প্রস্তুতি

সংক্ষিপ্ত

দু'দিন বাদেই দু'বছর পূর্ণ হবে 'রাজশ্রী'র বিয়ের। সুখে শান্তিতে কাটাবে গোটা দু'বছর। কেমন চলছে বিবাহবার্ষিকীর প্রস্তুতি।

দেখতে দেখতে কেটে যাবে দু'বছর। রাজ-শভশ্রীর বিবাহবার্ষিকীর আর মাত্র দু'দিন। হঠাৎই ২০১৮ সালের মার্চ মাসে একদিন শুভশ্রী-রাজের বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই সকলের চোখ কপালে। গুণাক্ষরেও কেউ টের পায়নি সেই সময় যে টলিউডের কোনও তারকারা। অবশ্য জানতেন গুটিকতক লোকজন। যারা রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠমহলের তারকা, তারাই কেবল আমন্ত্রিত ছিলেন বাগদানের ব্যাপারে। 

আরও পড়ুনঃলাইমলাইটের আসার লোভ, মনীষা-সুভাশের ভুঁয়ো স্ক্যান্ডেল ফাঁস করেন অভিনেত্রীর মা

সেখান থেকেই কয়েক মাস যেতে না যেতেই মে মাসের ১১ তারিখ সাত পাকে বাঁধা পড়েন রাজ এবং শুভশ্রী। দুদিন পরই বিয়ের দুবছর সম্পূর্ণ করবেন তাঁরা। অভিনেত্রী-পরিচালক থেকে তাঁরা এখন সুখী স্বামী-স্ত্রী। যাঁরা টলিউডের সবচেয়ে পছন্দের জুটি।

আরও পড়ুনঃসঙ্গমের কথা ফোনে শুনে হেসে উঠলেন বিপাশা, অমর সিংয়ের সঙ্গে অভিনেত্রীর কথোপকথন ফাঁস

সম্প্রতি নিজের বান্ধবীর একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে তাঁর এবং রাজের বিয়ের আচার-অনুষ্ঠানের মাঝে তাঁদের একটি ক্যানডিড শট। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টা স্টোরি। ইতিমধ্যেই টলি-জুটিকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছে নেটিজেনরা।  

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে